বসিরহাটে চলল গুলি! সাত-সকালে ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল পরপর গুলি। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যবসায়ী। আজ (বৃহস্পতিবার) সকালে উত্তর ২৪ পরগনা বসিরহাটে ব্যবসায়ীকে লক্ষ্য করে আততায়ীরা গুলি চালায়। ঘটনায় ওই ব্যবসায়ীর পেটে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এদিন সকালে এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: রাতের অন্ধকারে নিউটাউনে শুটআউট, ব্যবসায়ীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি
জানা গিয়েছে, বাইকে করে এসে আততায়ীরা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ সূত্রের খবর ঘটনাটি ঘটেছে, বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বসিরহাট মালঞ্চ রোডে পিফা দুন স্কুল সংলগ্ন এলাকায়। ব্যবসায়ীর নাম শাহজাহান শেখ। তিনি ছাগল ব্যবসায়ী। বাড়ি হাসনাবাদ থানার নোয়াপাড়ায়।
আজ সকালে ওই ব্যবসায়ী বাইকে করে ছাগল নিয়ে বাড়িতে ফিরছিলেন। সেইসময় একটি মোটরবাইকে করে দুষ্কৃতীরা পিছন থেকে এসে শাহাজানকে লক্ষ্য করুন পরপর বেশ কয়েকটি গুলি চালায়। ঘটনায় গুলি লাগে তাঁর পেটে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বসিরহাটে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় এলাকায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে।
যদিও কী কারণে বা কারা শাহজাহানকে গুলি চালিয়েছে? তা ভেবে কুলকিনারা করতে পারছেন না পরিবারের সদস্যরা। তাঁরা জানিয়েছেন, ‘শাহজাহানের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কে বা কারা কেন গুলি চালাল? তা আমরা বুঝে উঠতে পারছি না।’
শাহজাহান নিজেও জানিয়েছেন, তাঁর সঙ্গে কারও শত্রুতা ছিল না। তবে পরিচিত কেউ এই কাজে যুক্ত থাকতে পারে। স্থানীয়দের দাবি, শাহজাহান একজন ভালো মনের ছেলে। যে বা যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, অবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে।
পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। তবে কে বা কারা গুলি চালিয়েছে এখনও পর্যন্ত জানা যায়নি। কোনও পুরনো শত্রুতা নাকি ব্যবসায়িক লেনদেনের জেরে গুলি চালালো হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।