আবার গুলির শব্দে কেঁপে উঠল এলাকা। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকা। অভিনব কায়দায় দুষ্কৃতীরা এসে গুলি চালিয়ে পালাল। তাও আবার সোনারপুর থানার ঢিল ছোড়া দূরত্বে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশের স্টিকার লাগানো গাড়ি চড়ে এসে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে।
ঠিক কী ঘটেছে সোনারপুরে? স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে সোনারপুর থানার ঢিল ছোড়া দূরত্বে হঠাৎ গুলি চলার শব্দ শোনা যায়। সোনারপুর উড়ালপুলের নীচে এই ঘটনায় সবাই চমকে যায়। এখানে গোপাল নামে এক ব্যক্তি সেতুর তলায় মাছের আড়তের কাছে আসে। এরপরেই সোনারপুর পুলিশ স্টেশন। গোপালের গাড়িতে ‘পুলিশ’ স্টিকার লাগানো ছিল। মাছের আড়তে এসে হুমকি দেয় গোপাল। তারপরই বন্দুক হাতে শূন্যে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় গোপাল।
কেন গুলি চালাল গোপাল? সূত্রের খবর, গোপালের সঙ্গে মাছের আড়তের একজনের লেনদেন নিয়ে সমস্যা হয়েছিল। এই রাতে সেই ব্যক্তি এখানে আছে বলে খবর পায় গোপাল। পুলিশের গাড়ি নিয়ে এলে কেউ সন্দেহ করবে না এবং পালানো সহজ হবে বলে এই কাজ করে গোপাল। কিন্তু মাছের আড়তে এসে দেখে সেই ব্যক্তি নেই। তাই গুলি চালিয়ে এলাকা গরম করে চলে যায় গোপাল।
পুলিশ সূত্রে খবর, ভরা বাজারে এভাবে গুলিচালনার ঘটনা ঘটেছে। কে বা কারা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। গোপালের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িরও খোঁজ করা হচ্ছে। গোপাল নামে ওই দুষ্কৃতী এখনও অধরা। বাড়ানো হয়েছে নজরদারি।