বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Titagarh Shootout: আবার টিটাগড়ে চলল গুলি, গুলিবিদ্ধ একজন বলে অভিযোগ, আতঙ্কে মানুষজন

Titagarh Shootout: আবার টিটাগড়ে চলল গুলি, গুলিবিদ্ধ একজন বলে অভিযোগ, আতঙ্কে মানুষজন

সংঘর্ষের পর পড়ে রয়েছে গুলির খোল

এই গুলি চলার শব্দ শুনতে পান স্থানীয় মানুষজন। তাতে আতঙ্ক বাড়তে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকেই ফোন করে পুলিশে খবর দেওয়া হয়। প্রথমে এটি রাজনৈতিক বিষয় মনে হলেও পরে জানা যায়, এটি আসলে দুষ্কৃতীদের লড়াই। তাতে আরও আলোড়ন পড়ে যায় এলাকায়। কিন্তু কাউকে তখন দেখতে পাওয়া যায়নি। ঘটনাস্থলে আসে পুলিশ।

আবার রাতের অন্ধকারে গুলির শব্দে কেঁপে উঠল টিটাগড়। দু’‌পক্ষের সংঘর্ষে চলল সেখানে গুলি। বুধবার বেশি রাতে গুলি চলার অভিযোগ উঠেছে। তার জেরে একজনের পায়ে গুলি লেগেছে বলে অভিযোগ। তবে এই ঘটনার পর এখনও পর্যন্ত গুলিবিদ্ধ যুবকের খোঁজ মেলেনি। ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ। দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষে চলেছে গুলি। তাতেই আহত হয়েছেন একজন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রহড়া ও টিটাগর থানার পুলিশ।

ঠিক কী ঘটেছে টিটাগড়ে?‌ স্থানীয় সূত্রে খবর, খড়দা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে জিসি রোড এলাকায় দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ হয়। এই এলাকার যুবক শেখ ববি নামে এক যুবককে গুলি করতে আসে কয়েকজন দুষ্কৃতী। শুটআউটের ঘটনায় তখন শেখ ইউসুফ নামে আর এক যুবকের পায়ে গুলি লাগে। যদিও এই ঘটনার পর থেকেই খোঁজ নেই ইউসুফের। তবে ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। আর ইউসুফ –সহ বাকি সাঙ্গপাঙ্গদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, এই এলাকায় শেখ ববির ব্যাপক দাপট রয়েছে। এমনকী এখানে তার বেশ কয়েকজন অনুগামীও রয়েছে। বুধবার বেশি রাতে এলাকায় অশান্তি বাঁধে দু’‌পক্ষের মধ্যে। তখন স্থানীয় একটি দোকানে দাঁড়িয়ে ছিল শেখ ববি। তখন বেশ কয়েকজন যুবক মোটরবাইকে করে এসে অতর্কিতে গুলি চালায়। শেখ ববি সরে গেলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে অন্য যুবকের পায়ে। এই ঘটনার পর থেকে গুলিবিদ্ধ যুবকের কোনও খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে আসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এ.সি.পি. তনয় চট্টোপাধ্যায়, রহড়া থানা এবং টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনা খতিয়ে দেখছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ঘটনাস্থল থেকে একটি গুলির খোলও উদ্ধার হয়েছে। অপরাধীদের খুঁজে বের করতে এলাকায় চিরুনি তল্লাশি চলছে।

আর কী জানা যাচ্ছে?‌ এই গুলি চলার শব্দ শুনতে পান স্থানীয় মানুষজন। তাতে আতঙ্ক বাড়তে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকেই ফোন করে পুলিশে খবর দেওয়া হয়। প্রথমে এটি রাজনৈতিক বিষয় মনে হলেও পরে জানা যায়, এটি আসলে দুষ্কৃতীদের লড়াই। তাতে আরও আলোড়ন পড়ে যায় এলাকায়। কিন্তু কাউকে তখন দেখতে পাওয়া যায়নি। ঘটনাস্থলে আসে পুলিশ। এলাকা থেকে গুলির খোল উদ্ধার করে। তবে পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। এলাকায় চাপা আতঙ্ক রয়েছে। আজ, বৃহস্পতিবার সকালে এলাকায় পুলিশ টহল দেয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলছে পুলিশ অফিসাররা।

বন্ধ করুন