বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Shootout: তৃণমূল কংগ্রেস নেতাকে লক্ষ্য করে ভাটপাড়ায় চলল গুলি, কালীপুজোয় রক্তাক্ত এলাকা

Shootout: তৃণমূল কংগ্রেস নেতাকে লক্ষ্য করে ভাটপাড়ায় চলল গুলি, কালীপুজোয় রক্তাক্ত এলাকা

তৃণমূল যুব কংগ্রেসের নেতা রাজ পাণ্ডেকে লক্ষ্য করে গুলি।

দুষ্কৃতীদের গুলিতে জখম রাজ পাণ্ডে নামে যুব তৃণমূল নেতা। রবিবার রাতে এলাকার কালীপুজো প্রাঙ্গণে বসে ছিলেন তিনি। তখন তিনটি মোটরবাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তবে গুলি লাগে তাঁর হাতে। এরপর আরও ছয় রাউন্ড গুলি চালাতে চালাতে দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দেয়।

কালীপুজোর ঠিক প্রাক্কালে চলল গুলি। প্রথমে সবাই তা শব্দবাজির আওয়াজ মনে করেছিল। কিন্তু পরে তা প্রকাশ্যে আসে যে গুলি চলেছে। আর গুলি চলল ভাটপাড়ার জগদ্দলে। এবার তৃণমূল যুব কংগ্রেসের নেতা রাজ পাণ্ডেকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। তিন দুষ্কৃতী এই গুলি চালনার ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, রবিবার মাঝরাতে জগদ্দল থানার পিছনে তিনশুকিয়া লাইন এলাকায় কালীপুজোর প্রস্তুতি করছিলেন রাজ পাণ্ডে। তখন তিনজন দুষ্কৃতী মোটরবাইকে চেপে ওই এলাকায় আসে এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

ঠিক কী ঘটেছে ভাটপাড়ায়?‌ স্থানীয় সূত্রে খবর, দুষ্কৃতীদের গুলিতে জখম রাজ পাণ্ডে নামে যুব তৃণমূল নেতা। রবিবার রাতে এলাকার কালীপুজো প্রাঙ্গণে বসে ছিলেন তিনি। তখন তিনটি মোটরবাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তবে গুলি লাগে তাঁর হাতে। এরপর আরও ছয় রাউন্ড গুলি চালাতে চালাতে দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দেয়। কে বা কারা এই ঘটনায় যুক্ত?‌ কেন তাঁকে গুলি করল দুষ্কৃতীরা?‌ তা নিয়ে তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, মোটরবাইক থেকে নেমে ফিল্মি কায়দায় রাজ পাণ্ডের মাথায় বন্দুক ঠেকায় দুষ্কৃতীরা। দু’‌পক্ষের মধ্যে কথা কাটাকাটিও হয়। তখন রাজ মাথা থেকে বন্দুক সরিয়ে দিলে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর হাতে গুলি লাগে। রাজের সঙ্গীরা সেখানে এলে তিন দুষ্কৃতী গুলি চালাতে চালাতে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থাতেই রাজ পাণ্ডেকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কী বলছেন স্থানীয় কাউন্সিলর?‌ এই ঘটনায় ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ কুমার পাণ্ডে বলেন, ‘‌এখানে একটা পুরনো কালীপুজো হয়। মাঝরাতে ১টা নাগাদ সেখানেই কালী মূর্তি আনা হয়। তখন তিনটে ছেলে আসে মোটরবাইকে। দু’‌জন এসে রাজকে মাথায় বন্দুক ঠেকায়। বন্দুক সরাতে গিয়ে হাতে গুলি লাগে রাজের। মোট ৭ রাউন্ড গুলি চলে।’‌

বন্ধ করুন