নওদায় শোভাযাত্রায় গুলিচালনার ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গ্রেফতার করল পুলিশ। এছাড়া নওদায় সরকারি কর্মীকে শারীরিক হেনস্থার ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তৃণমূল নেতাকে আদালতে পেশ করে ৬ দিনের হেফাজতে চেয়েছে পুলিশ।
গত ৩ জানুয়ারি সন্ধ্যায় মুর্শিদাবাদের নওদায় একটি শোভাযাত্রায় তৃণমূল নেতার গাড়ি থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ হন এক যুবক। সেই ঘটনার তদন্তে ৭ দিন পর নওদা পঞ্চায়েত সমিতির ভূমি ও বন কর্মাধ্যক্ষ তমাল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তমাল শেখের গাড়ি থেকেই চলেছিল গুলি। ধৃতকে হেফাজতে নিয়ে কে ও কেন গুলি চালিয়েছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
এছাড়া নওদায় সরকারি দফতরে ঢুকে সরকারি কর্মচারীকে মারধরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল রাহুল শেখ,
রাহুল মণ্ডল, রুবেল শেখ। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।
গত ৩ জানুয়ারি সন্ধ্যায় নওদার সর্বাঙ্গপুরে বিসর্জনের শোভাযাত্রা চলছিল। তাতে কিছুক্ষণের জন্য আটকে পড়ে তৃণমূল নেতাদের গাড়ি। তখনই জানলা থেকে বন্দুক বার করে গুলি চালিয়ে পালিয়ে যায় গাড়িটি। গুলি লাগে রিন্টু বিশ্বাস নামে ২৬ বছরের এক যুবকের দেহে। এর পরই এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায়। ঘটনার তদন্তে নেমে তৃণমূল নেতা তমাল শেখকে গ্রেফতার করতে ৭ দিন লেগে গেল পুলিশের।