আজ শ্রাবণ মাসের ২ তারিখ। শিব ভক্তদের জন্য এই মাস বড়ই পবিত্র বলে গণ্য হয়। প্রত্যেকবারের মতো এবারও মহাদেবের আরাধনার জন্য লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমান তারকেশ্বরের মন্দিরে। ভক্তদের সমাগমের জন্য প্রস্তুতি এখন তুঙ্গে উঠেছে। প্রস্তুতি শুরু হয়েছে চিরাচরিত শ্রাবণী মেলারও। বাংলার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এটি। শিবের ‘জলাভিষেক’ হয় তারকেশ্বর মন্দিরে। তারকেশ্বরে এই মেলা অনুষ্ঠিত হয়। তারকেশ্বর এবং শেওড়াফুলিতে অসংখ্য ভক্তদের সমাবেশ হয়। শ্রাবণ মাসে শিব দর্শনের জন্য নানা প্রান্ত থেকে হাজির হন ভক্তরা। এবার তাঁদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিল পূর্ব রেল।
এদিকে নানা রাজ্য থেকে আসা ভক্তদের সুবিধার জন্য এবার পূর্ব রেল হাওড়া বিভাগে ৬ জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেনগুলি হাওড়া–তারকেশ্বর শাখায় প্রত্যেক রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে চলবে। হাওড়া–তারকেশ্বর পর্যন্ত যাত্রীদের নিয়ে যেতে ইএমইউ স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে ভোর ৪টে ৫ মিনিটে এবং দুপুর ১২টা ৫০ মিনিটে ছাড়বে। আর যথাক্রমে ভোর ৫টা ৩৫ মিনিটে এবং দুপুর ২টো ২০ মিনিটে তারকেশ্বরে পৌঁছবে। ১৭ জুলাই থেকে বিশেষ ট্রেন চালানো শুরু করেছে পূর্ব রেল। আগামী ১৯ অগস্ট পর্যন্ত এই ট্রেন চলবে বলে পূর্ব রেল সূত্রে খবর।
আরও পড়ুন: ‘লোডশেডিংয়ের সঙ্গে মালদার ঘটনার কোনও সম্পর্ক নেই’, জবাব দিলেন বিদ্যুৎমন্ত্রী
অন্যদিকে শিব দর্শনের পর ভক্তদের হাওড়া ফেরত নিয়ে আসার জন্য ইএমইউ স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বর থেকে সকাল ১০টা ৫৫ মিনিটে এবং রাত ৯টা ১৭ মিনিটে ছাড়বে এবং যথাক্রমে দুপুর ১২টা ৩০ মিনিটে এবং রাত ১০টা ৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে। পূর্ব রেল সূত্রে খবর, রবিবার–সোমবার ও ছুটির দিনগুলিতে কিছু বিশেষ লোকাল চালানো হচ্ছে। হাওড়া–তারকেশ্বর রুটে এবং শেওড়াফুলি–তারকেশ্বর রুটে এই ট্রেন চালানো হচ্ছে। বিশেষ ট্রেন চালিয়ে ভক্তদের সুবিধা যেমন হবে তেমন রেলের আয়ও ভাল হবে।
এছাড়া শেওড়াফুলি–তারকেশ্বরের মধ্যেও ইএমইউ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। ইএমইউ স্পেশাল শেওড়াফুলি থেকে সকাল ৬টা ৫৫ মিনিটে, সকাল ৯টা ২০ মিনিটে, বিকেল ৪টে ২০ মিনিটে এবং সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ছাড়বে। সেগুলি আবার তারকেশ্বরে পৌঁছবে যথাক্রমে সকাল ৭টা ৪৫ মিনিটে, সকাল ১০টা ১৫ মিনিটে, বিকেল ৫টা ১০ মিনিটে এবং রাত ৮টা ৩০ মিনিটে। তারকেশ্বর থেকে ট্রেনগুলি আবার ভোর ৫টা ৫৫ মিনিটে, সকাল ৮টা ১০ মিনিটে, দুপুর ২টো ৫০ মিনিটে এবং সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ছাড়বে। সেগুলি যথাক্রমে সকাল ৬টা ৪৫ মিনিটে, সকাল ৯টা ৩ মিনিটে, বিকেল ৩টে ৪০ মিনিটে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় শেওড়াফুলিতে পৌঁছবে।