বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বাংলাদেশে হিন্দু নির্যাতনের জবাব দেবে শান্তিপুর, বললেন শুভেন্দু

বাংলাদেশে হিন্দু নির্যাতনের জবাব দেবে শান্তিপুর, বললেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, ‘ওপার বাংলায় অত্যাচারিত হয়ে বহু মানুষ এখানে এসেছেন। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের জবাব তাঁরা দেবেন।

শান্তিপুর উপ-নির্বাচনের প্রচারে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও প্রতিমা ভাঙচুরের প্রসঙ্গ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রবিবার শান্তিপুরে এক কর্মিসভা শেষে শুভেন্দুবাবু বলেন, বাংলাদেশের ঘটনার জন্য তিন গুণ ভোটে জিতবে বিজেপি।

রবিবার শান্তিপুরের একটি লজে কর্মিসভা করেন শুভেন্দু। ছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারও। শান্তিপুরের লড়াইয়ে যে বিজেপি হাল ছাড়তে রাজি নয় তা এদিন স্পষ্ট করে দেন শুভেন্দুবাবু। জানান, কোনও মতেই লড়াইয়ের ময়দান ছাড়া চলবে না।

এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, ‘ওপার বাংলায় অত্যাচারিত হয়ে বহু মানুষ এখানে এসেছেন। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের জবাব তাঁরা দেবেন। শান্তিপুরে তিন গুণ ভোটে জিতবে বিজেপি।’

বলে রাখি, দুর্গাপুজো চলাকালীন বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালিসহ বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর চরম নির্যাতন চালিয়েছে ইসালমি চরমপন্থীরা। প্রতিমা ভাঙচুর, মন্দির ভাঙচুর, লুঠপাট – অগ্নিসংযোগ কিছুই বাদ যায়নি। ইসলামি চরমপন্থীদের হামলায় বাংলাদেশে গত কয়েকদিনে ৪ জন হিন্দুর মৃত্যুর খবর মিলেছে। আহত বহু।

 

বন্ধ করুন