বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Shyamnagar: গাড়ি রাখা নিয়ে বিবাদ, ৫সিভিক ভলান্টিয়ারকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিলেন অটোচালকরা

Shyamnagar: গাড়ি রাখা নিয়ে বিবাদ, ৫সিভিক ভলান্টিয়ারকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিলেন অটোচালকরা

আক্রান্ত সিভিক ভলান্টিয়াররা। 

খবর পেয়ে আইসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বাহিনী। সেখান থেকে ৫ জন অটোচালককে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা।

গাড়ি রাখা নিয়ে বিবাদের জেরে অটোচালকদের হাতে আক্রান্ত হলেন বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার শ্যামনগর স্টেশন চত্বরের ঘটনা। অটোচালকদের মারে আহত হয়েছেন এক পুলিশ আধিকারিকসহ ৫ জন সিভিক ভলান্টিয়ার। ঘটনায় ৫ জন অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ।

আহত এক সিভিক ভলান্টিয়ার জানিয়েছেন, নিষেধাজ্ঞা থাকলেও শ্যামনগর স্টেশন রোডে অটো ঢোকাচ্ছিলেন অটো চালকরা। তখন বাধা দেন এক সিভিক ভলান্টিয়ার। তাঁকে ব্যাপক মারধর করেন প্রায় ৩০ – ৪০ জন অটোচালক। খবর পেয়ে অন্যান্য সিভিক ভলান্টিয়াররা ঘটনাস্থলে পৌঁছলে তাঁদেরও মারধর করা হয়। ধাক্কাধাক্কি করা হয় এক পুলিশ আধিকারিককে। অভিযোগ, বাঁশ, লাঠি, রড নিয়ে হামলা চালান সিভিক ভলান্টিয়াররা। ছোড়া হয় আধলাও। তাতে এক সিভিক ভলান্টিয়ারের মাথা ফেটেছে বলে জানা গিয়েছে। আহতদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে।

খবর পেয়ে আইসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বাহিনী। সেখান থেকে ৫ জন অটোচালককে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা।

আক্রান্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন, অটো ওয়ালাদের ওপরে কে আছে জানি না। ওরা কারও কথা শোনে না। জোর করলে খুনের হুমকি দেয়।

বন্ধ করুন