বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > শ্যামনগরে খুলে গেল লোকাল ট্রেনের কাপলিং, প্রভাবিত শিয়ালদা মেইন শাখার পরিষেবা

শ্যামনগরে খুলে গেল লোকাল ট্রেনের কাপলিং, প্রভাবিত শিয়ালদা মেইন শাখার পরিষেবা

শ্যামনগর স্টেশনে দ্বিধাবিভক্ত ট্রেন

রবিবার বিকেলে তখন পৌনে পাঁচটা। শ্যামনগর স্টেশন ছেড়ে বেরোচ্ছে ডাউন কৃষ্ণনগর লোকাল। তখনই খুলে যায় ২টি কামরা মধ্যের কাপলিং।

চলন্ত লোকাল ট্রেনের কাপলিং খুলে বিপত্তি শ্যামনগর স্টেশনে। ঘটনার জেরে শিয়ালদহ নৈহাটি শাখায় ২ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রবিবার বিকেলে ডাউন কৃষ্ণনগর - শিয়ালদা লোকালের। লোকাল ট্রেনের কাপলিং খুলে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রেল বিশেষজ্ঞরা।

রবিবার বিকেলে তখন পৌনে পাঁচটা। শ্যামনগর স্টেশন ছেড়ে বেরোচ্ছে ডাউন কৃষ্ণনগর লোকাল। তখনই খুলে যায় ২টি কামরা মধ্যের কাপলিং। দাঁড়িয়ে পড়ে ট্রেন। তার পর থেকে ওই লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রেকটি নারকেবডাঙা কারশেডে রক্ষণাবেক্ষণ করা হয় বলে সূত্রের খবর।

এই ঘটনায় উদ্বিগ্ন রেল বিশেষজ্ঞরা। তাদের মতে, দূরপাল্লার ট্রেন থেকে নানা কারণে ঘন ঘন কামরা খুলতে হয়। ফলে তার কাপলিং লাগানোয় ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু লোকাল ট্রেনের কাপলিং খোলা হয় কদাচিৎ। সেই কাপলিং যদি চলন্ত অবস্থায় খুলে যায় তাহলে এর পিছনে বড়সড় গাফিলতি থাকতে পারে। আপাতত রেকটিকে জুড়ে শিয়ালদায় আনার চেষ্টা হচ্ছে। রবিবার ছুটির দিন হওয়ায় এই ঘটনার খুব বেশি প্রভাব পড়েনি। তবে কাজের দিনে এই কাণ্ড হলে ভুগতে হত নিত্যযাত্রীদের।

 

বন্ধ করুন