বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ISC Result:৩ ঘণ্টা পড়েই ৯৯.৫ শতাংশ নম্বর,সাফল্যের রহস্য জানাল হাওড়ার সিদ্ধার্থ

ISC Result:৩ ঘণ্টা পড়েই ৯৯.৫ শতাংশ নম্বর,সাফল্যের রহস্য জানাল হাওড়ার সিদ্ধার্থ

মায়ের সঙ্গে সিদ্ধার্থ দুগার। 

সিদ্ধার্থ জানিয়েছে, ক্রিকেট খেলা খুব ভালো লাগে। জীবনে যারা যারা সহায়তা করেছে সবার প্রতি আমার কৃতজ্ঞতা থাকল।

আইএসসি পরীক্ষায় কলকাতার পাশাপাশি জেলারও জয়জয়কার। শিলিগুড়ি থেকে মালদা নজরকাড়া রেজাল্ট।হাওড়ার সিদ্ধার্থ দুগার হাওড়ার এম সি কেজরিওয়াল বিদ্যাপীঠের ছাত্র। ৯৯.৫ শতাংশ নম্বর পেয়েছে সিদ্ধার্থ। সব মিলিয়ে ৪০০ নম্বরে ৩৯৮ পেয়েছে সিদ্ধার্থ দুগার। বাবা, মা, বোন, দাদু , ঠাকুমাকে নিয়ে সংসার। সিদ্ধার্থের এই সাফল্য়ে খুশি গোটা পরিবার। আর সিদ্ধার্থের কাছে এই সাফল্য একেবারে অপ্রত্যাশিত। সে নিজেই জানিয়েছে, এতটা ভাবিনি। সংবাদমাধ্যমের সামনে সে জানিয়ে দিয়েছে এই সাফল্যের চাবিকাঠিটা আসলে ঠিক কী?

হাওড়ার জিটি রোড সংলগ্ন এলাকায় আবাসনে থাকে সিদ্ধার্থ। বরাবরের মেধাবী ছাত্র। পড়াশোনার পাশাপাশি খেলা দেখতে ভালোবাসে। বিশেষত ক্রিকেট দেখতে ভালোবাসে সিদ্ধার্থ। তবে আচমকা পড়াশোনা শুরু করে তারপর তাক লাগানো রেজাল্ট করেছে সিদ্ধার্থ এমনটা নয়। সে জানিয়েছে তার এই সাফল্যের পেছনে আসল রহস্যটা কী? সেই সঙ্গেই আগামীদিনে যারা আইএসসিতে ভালো ফলাফল করতে চায়, তাদের জন্যও সে কিছু টিপস দিয়েছে। বাংলা বলাতে সেভাবে সাবলীল নয় সিদ্ধার্থ। হিন্দি ও ইংরাজিতে দক্ষ।

সিদ্ধার্থ সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছে, স্পেশালি ১২ ক্লাসের যে সিলেবাসটা রয়েছে সেটা রোজ পড়তে হবে। এতে সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। রোজ ৩-৪ ঘণ্টা পড়তেই হবে। রেজাল্ট ভালো হওয়ার জন্য এই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে।

সে জানিয়েছে নিজের পড়ার জন্য সিদ্ধার্থ ২-৩ ঘণ্টা ব্যয় করত। অর্থাৎ সেই সময়টা অত্য়ন্ত মন দিয়ে পড়ত সিদ্ধার্থ। সারাদিন মুখ গুঁজে বই না পড়ে যে সময়টা সিদ্ধার্থ পড়ত সেটা একেবারে মনোযোগ দিয়ে। এতেই সাফল্য পেয়েছে সিদ্ধার্থ।

সে জানিয়েছে, আমার অ্য়াকাউন্টসে, অর্থনীতি, অঙ্কে টিচার ছিল। তবে স্কুল খুব সহায়তা করেছে। স্কুলের শিক্ষকদের অবদান ভোলার নয়। ভবিষ্যতে এমবিএ করার ইচ্ছা আছে।

সিদ্ধার্থ জানিয়েছে, ক্রিকেট খেলা খুব ভালো লাগে। জীবনে যারা যারা সহায়তা করেছে সবার প্রতি আমার কৃতজ্ঞতা থাকল।

অ্যাকাউন্টসে ১০০, অর্থনীতিতে ১০০, ইংরাজিতে ৯৯, কমার্সে ৯৯, অঙ্কে ৯৭, হিন্দিতে৯৮ পেয়েছে সিদ্ধার্থ।

সিদ্ধার্থ বলে, তিনজন গৃহশিক্ষক ছিলেন। স্কুল খুব সহায়তা করেছে। তবে ধারাবাহিকভাবে পড়তেই হবে। এতেই সাফল্য আসবে তবে এতটা ভালো রেজাল্ট হবে ভাবতে পারিনি। অবিশ্বাস্য লাগছে।

 

বন্ধ করুন