বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > শিলিগুড়িতে ভাড়াবাড়ি থেকে উৎখাত জ্বর হওয়া সিকিমের তরুণীকে, সাহায্য বাইচুংয়ের

শিলিগুড়িতে ভাড়াবাড়ি থেকে উৎখাত জ্বর হওয়া সিকিমের তরুণীকে, সাহায্য বাইচুংয়ের

বাইচুং ভুটিয়া (ফাইল ছবি, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বাইচুং। দেশের বিভিন্ন প্রান্তে উত্তর-পূর্বের মানুষদের যেভাবে সমস্যার মুখে পড়তে হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

সাধারণ ফ্লু হয়েছিল সিকিমের এক তরুণীর। সেজন্য তাঁকে ভাড়াবাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল মালিকের বিরুদ্ধে। সেই ঘটনায় এগিয়ে এলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া। শিলিগুড়ির প্রধান নগরের ঘটনা।

বছর ১৮-র তরুণী আথেনা লিম্বু আদতে উত্তর সিকিমের দিকুচির বাসিন্দা। শিলিগুড়িতে একটি কল সেন্টারে যোগ দেওয়ার কথা ছিল আথেনার। কিন্তু লকডাউনের জেরে তা আটকে যায়। বৃহস্পতিবার রাতে প্রধান নগর থানায় দায়ের করা অভিযোগে বাইচুং জানিয়েছেন, সাধারণ ফ্লু হওয়ার জন্য আথেনাকে গত ২ এপ্রিল বাড়ি থেকে তাড়িয়ে দেন মালিক হীরেন দে। অথচ এক চিকিৎসক নিশ্চিত করেছিলেন, আথেনার সাধারণ ফ্লু হয়েছে।

অভিযোগে দায়েরের পর একটি বিজ্ঞপ্তি জারি করে বাইচুং বলেন, 'জ্বর হতে আথেনাকে প্রধান নগরের বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়। কোনও সাহায্য ছাড়াই তিন-চার ঘণ্টা বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন তিনি। চিকিৎসক লিখিতভাবে জানিয়েছিল, আথেনার সাধারণ ফ্লু হয়েছে।' বাইচুং জানিয়েছেন, আথেনাকে ১৪ এপ্রিল ভাড়াবাড়িতে যেতে বলা হয়েছিল। কিন্তু সেদিনও তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। ভাড়া মিটিয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বিনি শর্মা এক সমাজকর্মীও জানান, চিকিৎসকের লিখিত বয়ান সত্ত্বেও লকডাউনের পর আথেনাকে চলে যেতে বলেন বাড়ির মালিক।

এরপর বন্ধুদের থেকে বাইচুংয়ের নম্বর পান আথেনা ও প্রাক্তন ভারত অধিনায়কের সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেন। আথেনা জানান, পরে একদিনের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতিও হয়েছিলেন।

যদিও বাড়ির মালিকের পালটা দাবি, আথেনা জোর করে বাড়ির মধ্যে ঢুকতে চাইছিলেন। তিনি বলেন, 'আমার বাড়িতে তিন মহিলা ভাড়া থাকছিলেন। লকডাউন ঘোষণার পর সবাই চলে গিয়েছিলেন। ১৫ দিন একজন (আথেনা) ফিরে এসেছিলেন। লকডাউন শেষের পর তাঁকে ফিরে যেতে বলেছিলাম আমি। তিনি ছেড়ে গিয়েছিলেন। কিন্তু কয়েকজনের সঙ্গে ফিরে এসে আমার জায়গায় জোরজবরদস্তি ঢুকতে চেয়েছিলেন। আমি পুলিশকে ডেকেছিলাম ও তিনি নিজের জিনিসপত্র নিয়ে চলে গিয়েছিলেন।'

বিষয়টি নিয়ে প্রধান নগর থানার আইসি বিশ্বজিৎ ঘোষাল বলেন, 'মহিলাকে বাড়িতে ঢোকার অনুমতি দিতে মালিককে নির্দেশ দিয়েছিলাম। আমরা বিষয়টি দেখছি।'

আথেনা জানান, বাইচুং ও বিনির সহায়তায় তিনি একটি হোটেলে ছিলেন। আপাতত মাটিগাড়ায় গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) পরিচালিত পাহাড়িয়া ভবনে রয়েছেন।

এদিকে, এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বাইচুং। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, 'সারা ভারতেই আমাদের লোকের বিরুদ্ধে এরকম ঘটনা ঘটছে, বিশেষত উত্তর-পূর্বের মানুষদের বিরুদ্ধে। বৈষম্যের প্রতি জিরো টলারেন্স হওয়া উচিত। এরকম ঘটনা বন্ধ করতে স্থানীয় প্রশাসনের সতর্ক থাকা ও উপুযক্ত ব্যবস্থা নেওয়া উচিত।'

বাংলার মুখ খবর

Latest News

রাতেই ৪ জেলায় বৃষ্টি, ৪০ কিমিতে ঝড়, বুধবার থেকে অপেক্ষা করে আছে ‘জ্বলন্ত কড়া’ সত্য়জিৎবাবুর হাত আমি সারা জীবন ধরতে চেয়েছি, তবে প্রতি অন্যায় করেছিলাম: মাধবী ‘‌মমতা বন্দোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করুন’‌, এসএসসি কাণ্ডে সুর চড়ালেন শুভেন্দু আমিই তো ‘নির্ভয়া দিদি’! গোলাপী গাড়ি চেপে প্রচারে, এমন নাম কেন প্রার্থীর? 'ইন্দিরা গান্ধী সোনা দিয়েছিলেন যুদ্ধে , আমার মায়ের মঙ্গলসূত্র…', সরব প্রিয়াঙ্কা 'গোয়ায় সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে'-মন্তব্য কং প্রার্থীর, পাল্টা দিলেন মোদী ‘এটা আমার শিক্ষা…', সোহিনীর সঙ্গে শোভনের বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুললেন স্বস্তিকা ‘আমার মায়ের মঙ্গলসূত্র দেশের জন্য…', মোদীর মন্তব্যে ফুঁসলেন প্রিয়াঙ্কা 'আমার মতো নিতম্ব কখনও দেখেনি', অন্যদের চেয়ে তাঁর পশ্চাদদেশ উত্তেজক, মত নোরার হার্দিককে নিয়ে ক্ষোভ, নাকি বিদেশি নির্বাচনে ভুল- কোন কারণে এখনও IPL-এ নড়বড়ে MI

Latest IPL News

হার্দিককে নিয়ে ক্ষোভ, নাকি বিদেশি নির্বাচনে ভুল- কোন কারণে এখনও IPL-এ নড়বড়ে MI ১৪ বছরে ধোনি পারেননি, CSK-র প্রথম অধিনায়ক হিসেবে দুরন্ত এই রেকর্ড গড়লেন রুতুরাজ বিদেশিদের ব্যর্থতা নাকি ভালো স্পিনারের অভাব! কেন ফের ডুবতে বসেছে প্রীতির পঞ্জাব IPL 2024: ক্রিকেটের ব্যাকরণকে নতুনভাবে লিখছে SRH, ফিরে দেখা তাদের কার্যকলাপ ব্যর্থতার ধারা বজায় প্রথমার্ধে, পন্তের দিল্লিকে আশার আলো দেখাচ্ছেন ম্যাকগার্ক IPL 2024: MI-র বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে অতীতের যন্ত্রণার কথা মনে করলেন সন্দীপ শর্মা RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী সূর্য, হার্দিক নয়, প্রাক্তন নাইটকে পরবর্তী T20 দলের অধিনায়ক হিসাবে বাছলেন ভাজ্জি ‘ধোনির ব্যাটের তলা দিয়ে বল গেলেও ওয়াইড’,কাইফের পোস্টে লাইক দিয়ে রোষের মুখে বিরাট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.