বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Siliguri: নববর্ষের আগে বড়সড় সাফল্য পুলিশের, উদ্ধার ১.১ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার!

Siliguri: নববর্ষের আগে বড়সড় সাফল্য পুলিশের, উদ্ধার ১.১ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার!

শিলিগুড়িতে মাদক পাচারের অভিযোগে ধৃত ২। নিজস্ব ছবি।

গোপন সূত্রে খবর পেয়ে এদিন শিলিগুড়ির বাণেশ্বর শিলিগুড়ির বানেশ্বর মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায় এসওজি এবং আশিঘর ফাড়ির পুলিশ। অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ দুই যুবককে প্রথমে আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৬৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে।

নতুন বছরের আগে মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজার দর ১ কোটি ১০ লক্ষ টাকা। সোমবার শিলিগুড়ির বানেশ্বর মোড় সংলগ্ন এলাকা থেকে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকেই এই পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন শিলিগুড়ির বাণেশ্বর মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায় এসওজি এবং আশিঘর ফাড়ির পুলিশ। অভিযান চালিয়ে ব্রাউন সুগার-সহ দুই যুবককে প্রথমে আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৬৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বর্তমান বাজারমুল্য ১ কোটি ১০ লক্ষ টাকা। ধৃতরা হল দীপক সাহানী, তার বাড়ি ডালখোলায় এবং অপর জনের নাম রঞ্জিত রায়, তার বাড়ি রায়গঞ্জে। ১ কোটি টাকারও বেশি মাদক উদ্ধারের ঘটনার পরেই এলাকায় আরও তল্লাশি বাড়িয়েছে পুলিশ।

শিলিগুড়ি পুলিশের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার রাজেন ছেত্রী বলেন, ‘আমাদের কাছে গোপন সূত্রে আগে খবর ছিল। সেই মতোই তল্লাশি চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সাদা রঙের একটি মারুতি সুজুকি গাড়িতে করে এই পরিমাণ মাদক নিয়ে যাচ্ছিল দুই যুবক। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে তুলে আমরা হেফাজতে নেব।’ তিনি জানান, শিলিগুড়িতে নিয়মিত মাদক বিরোধী অভিযান চালানো হচ্ছে। গত এক বছরে প্রচুর পরিমাণ মাদক উদ্ধার হয়েছে শিলিগুড়ি থেকে। এদিন মাদক উদ্ধারের ঘটনায় আরও কারা কারা জড়িত রয়েছে? কোথা থেকে মাদক আনা হচ্ছিল? কোথায় তা সরবরাহ করার কথা ছিল? তা জানার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

বন্ধ করুন