বেসরকারি হাসপাতাল মানেই বেশিরভাগ ক্ষেত্রে একেবারে ঝা চকচকে। রোগীদের জন্যও থাকে আলাদা পোশাক। তবে কিছু সেনা হাসপাতালে অবশ্য রোগীদের জন্য নির্দিষ্ট পোশাকবিধি থাকে। এবার সেই পথে হাঁটা শুরু করছে শিলিগুড়ি জেলা হাসপাতাল। এবার শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের জন্য আলাদা পোশাকের ব্যবস্থা থাকবে। বৃহস্পতিবার এনিয়ে একদফা আলোচনা হয়েছে। সবদিক ঠিক থাকলে শিলিগুড়ি জেলা হাসপাতালের ভর্তি রোগীরাও এবার থেকে হাসপাতালে আলাদা পোশাক পরবেন।
তবে ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যের বিভিন্ন নামী নার্সিংহোমে রোগীদের জন্য আলাদা পোশাক থাকে। বাইপাসের ধারে একাধিক নামী বেসরকারি হাসপাতালে রোগীদেরও নির্দিষ্ট পোশাক পরতে হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পরে তাদের এই নির্দিষ্ট পোশাক দেওয়া হয়। একেবারে জীবাণুমুক্ত করা থাকে এই পোশাক। এর জেরে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা অনেকটাই কম থাকে। অন্যদিকে কমান্ড হাসপাতালের মতো সরকারি হাসপাতালেও রোগীদের আলাদা পোশাকের ব্যবস্থা থাকে। সেখানেও একেবারে উচ্চমানের পরিষেবা। তবে এবার পোশাক বিধির ক্ষেত্রে কিছুটা সেরকম পথেই হাঁটতে চাইছে শিলিগুড়ি হাসপাতাল।
সূত্রের খবর, রোগীদের জন্য আলাদা পোশাক থাকলে বহু ক্ষেত্রে সুবিধা হয়। একাধিক ক্ষেত্রে রোগীরা অনেক সময় বেড থেকে বেরিয়ে হাসপাতাল চত্বরে চলে আসেন। গাছতলায় এসে বসে থাকেন। কিন্তু কে রোগী আর কে রোগীর পরিজন সেটা অনেক সময় বোঝা যায় না। তবে এবার পোশাক দেখেই বোঝা যাবে কে রোগী আর কে রোগী নন। সেক্ষেত্রে গেটে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁদের আটকে দেবেন।
অন্যদিকে অনেক সময় নোংরা পোশাক পরে অনেকে হাসপাতালে চলে আসেন। সেক্ষেত্রে রোগীদের সেই পোশাক থেকেও সংক্রমণ ছড়াতে পারে। সেকারণে হাসপাতালের নিজস্ব পোশাক থাকলে সংশ্লিষ্ট ওয়ার্ডে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা অনেকটাই কম থাকবে। তাছাড়া যতদিন রোগীরা হাসপাতালে থাকবেন ততদিন তাঁরা একেবারে পরিচ্ছন্ন পোশাক পরতে পারবেন। এতে রোগীদেরই সুবিধা হবে। সূত্রের খবর, রোগীদের জন্য বরাদ্দ পোশাক যাতে ঠিকঠাক করে পরিষ্কার করা হয় সেব্যাপারেও নজর দেওয়া হবে।
তবে রোগীর পরিজনদের দাবি, এটা ভালো উদ্যোগ। কিন্তু চিকিৎসা পরিষেবা যাতে আরও একটু ভালো হয় সেটাও দেখা দরকার।