সকাল থেকে শিলিগুড়ি শহরে বন্ধ বেসরকারি বাস চলাচল। যার জেরে ব্যাপক সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। বাস মালিক ও চালকদের দাবি, পুলিশি জুলুমের চোটে বাস চালানো মুশকিল হয়ে পড়েছে। তাছাড়া যে ভাবে বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে তাতে বাস চালিয়ে মুনাফা করা সম্ভব নয়।
বাস চালকদের অভিযোগ, শিলিগুড়ি শহরের প্রাণকেন্দ্র জংশন বাসস্ট্যান্ডে শহরের মধ্যে চলা বেসরকারি বাস ঢুকতে দেওয়া হয় না। ওদিকে অন্য জেলা ও অন্য রাজ্যের বাস সেখানে ঢুকতে পারে। তাছাড়া নৌকাঘাট ব্রিজ দিয়ে বেসরকারি বাস ঘুরিয়ে দেওয়ায় তাদের পর্যাপ্ত যাত্রী হচ্ছে না। ফলে লাভের মুখ দেখতে পাচ্ছেন না তাঁরা।
এছাড়া পুলিশি জুলুমেরও অভিযোগ করেছেন চালকরা। তাদের দাবি, শহরের বিভিন্ন রাস্তায় যেরকম জ্যাম তাতে ফাঁকা রাস্তায় একটু জোরে বাস না চালালে নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রিপ শেষ করা সম্ভব নয়। আর নির্দিষ্ট সময়ে ট্রিপ শেষ না করতে পারলে সিন্ডিকেটে জরিমানা দিতে হয়। ওদিকে জোরে বাস চালালে পুলিশ কেস দিচ্ছে। বাস পিছু ২০০০ – ১০০০০ টাকা কেস দেওয়া হচ্ছে বলে অভিযোগ। একটা বাস চালিয়ে দিনে অত টাকা রোজগারই হয় না, তাহলে জরিমানা দেব কোথা থেকে?
এদিন শিলিগুড়ি শহরের কোর্টমোড়সহ সর্বত্র বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় মানুষকে। শহরের বাস বন্ধ থাকায় দূরপাল্লার বাসে উঠে কোনওক্রমে গন্তব্যে পৌঁছন তারা। এব্যাপারে মুখ খুলতে চাননি মালিক সংগঠনের কেউ। নাম না প্রকাশের শর্তে এক বাসমালিক জানিয়েছেন। পুলিশের অত্যাচারে বাস চালানো সত্যিই মুশকিল হয়ে পড়েছে।