বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > DA: ডিএ ফিরিয়ে চিঠি শিলিগুড়ির শিক্ষকের,'পা চেটে চাকরি পাইনি, ভিক্ষা দিচ্ছেন!'

DA: ডিএ ফিরিয়ে চিঠি শিলিগুড়ির শিক্ষকের,'পা চেটে চাকরি পাইনি, ভিক্ষা দিচ্ছেন!'

ডিএ ফিরিয়ে চিঠি দিলেন শিলিগুড়ির শিক্ষক

শিক্ষকের সাফ কথা, ভিক্ষার দান চাই না। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। স্কুলের প্রধান শিক্ষকের কাছেও তিনি চিঠি পাঠিয়েছেন। ঠিক কী বলেছেন তিনি?

ন্য়ায্য মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীদের একাংশ। তার মধ্যেই মুখ খুলেছিলেন রাজ্য়ের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর সেই মন্তব্য়কে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। এদিকে ১ মার্চ থেকে সরকারি কর্মীদের ডিএ দেওয়ার নির্দেশ কার্যকরী হয়েছে। আর সেদিনই সেই ডি ফিরিয়ে দিয়ে মন্ত্রীর কথার জবাব দিলেন শিলিগুড়ির এক স্কুল শিক্ষক। সেই ডিএ নিয়ে অস্বীকার করে তিনি জেলা স্কুল পরিদর্শকের অফিসে চিঠি পাঠিয়েছেন। প্রবীর বর্মন নামে ওই শিক্ষক শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে শিক্ষকতা করেন। 

তাঁর সাফ কথা, ভিক্ষার দান চাই না। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। স্কুলের প্রধান শিক্ষকের কাছেও তিনি চিঠি পাঠিয়েছেন। ঠিক কী বলেছেন তিনি?

তিনি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন,আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী। সেকারণে আমি কলকাতায় ধরনামঞ্চে যেতে পারছি না। সেকারণে বিবেকের তারনায়  আমি এই কাজ করতে বাধ্য় হয়েছি। ডিএর নামে যে প্রতারণা করছে সরকার তার একটি প্রতিবাদ করা দরকার।আমি বার্তা দিতে চাইছি চিরকুটে লিখে ৩ শতাংশ ডি এ দিয়েছে। ফিরহাদ হাকিম বললেন, মানুষের সেবা করার কাজ থেকে বঞ্চিত করে আমরা ডি এ চেয়ে পাপ কাজ করছি। আমার মনে হয় এনিয়ে প্রতিবাদ করা উচিত। কারোর পা চেটে চাকরি পাইনি। যোগ্যতায় চাকরি পেয়েছি। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। ভিক্ষা দিয়েছেন সরকারি কর্মচারীদের। আমি ডিএ প্রত্য়াখ্যান করছি একজন নাগরিক হিসাবে। আমার ডিএর টাকা দিয়ে সাধারণ মানুষের সেবা করা হোক।

স্কুলের প্রধানশিক্ষক জানিয়েছেন,সরকারি নির্দেশ আমরা মানি। তিনি ডি এ ফেরাতে চেয়েছেন। ছাত্রদের পড়ানো বিঘ্নিত না করে তাঁরা আন্দোলন করতেই পারেন। আমরা সিদ্ধান্ত নিই না। নির্দিষ্ট জায়গায় তাঁর আবেদন পাঠিয়ে দেব। 

এদিকে এভাবে ডিএ ফেরানোর ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। শিক্ষকের দাবি, আমি প্রতিবাদ দেখানোর জন্য় ওই ডি এ প্রত্যাখ্য়ান করেছি। তবে এবার প্রশ্ন উঠেছে শিলিগুড়ির ওই শিক্ষক ডিএ প্রত্যাখ্য়ান করেছেন। কিন্তু যাঁরা কলকাতায় ডিএর দাবিতে আন্দোলন করছেন তাঁরা কি ডিএ প্রত্যাখ্যান করেছেন? তবে শিলিগুড়ির শিক্ষক যে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন তা নজিরবিহীন। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন