বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Singer Died: কেকে’‌র স্মৃতি দেখা গেল ক্যানিংয়ে, গান গাইতে গিয়ে মঞ্চে অসুস্থ, মৃত্যু গায়কের

Singer Died: কেকে’‌র স্মৃতি দেখা গেল ক্যানিংয়ে, গান গাইতে গিয়ে মঞ্চে অসুস্থ, মৃত্যু গায়কের

মৃত গায়কের নাম দেবাশিস দাস (‌৪৮)‌। (প্রতীকী ছবি)

গত ৩১ মে নজরুল মঞ্চে গান গাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বলিউডের গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে। সেই অনুষ্ঠান শেষে হোটেলে ফিরতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এবার তেমনই ঘটনা ঘটল জেলায়।

এ যেন ঠিক কেকে–র ঘটনারই পুনরাবৃত্তি। কালীপুজোর অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন গায়ক। আর সেখানেই গান গাওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা ওই গায়ককে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের খাস কুমড়োখালি গ্রামে গান গাইতে গিয়েছিলেন গায়ক দেবাশিস দাস। এই ঘটনাই মনে করিয়ে দিচ্ছে কেকে–র স্মৃতি। নজরুল মঞ্চে গান গাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন কেকে এবং পরে মৃত্যু হয়।

ঠিক কী ঘটেছে ক্যানিংয়ে?‌ স্থানীয় সূত্রে খবর, দেবাশিসের বাড়ি কাকদ্বীপে। কালীপুজোর অনুষ্ঠানে খাস কুমড়োখালি গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন দেবাশিস দাস। সুন্দর শ্যামা সংগীতে মাতিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু গান গাওয়ার সময় তিনি হঠাৎ মঞ্চে বসে পড়েন। তখনই তাঁর বুকে ব্যথা শুরু হয়েছিল। তড়িঘড়ি গায়ককে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কী তথ্য পেয়েছে পুলিশ?‌ ক্যানিং থানার পুলিশ সূত্রে খবর, মৃত গায়কের নাম দেবাশিস দাস (‌৪৮)‌। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গান গাওয়ার সময় হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছিল। হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। তাই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে গান গাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বলিউডের খ্যাতনামী গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে। সেই অনুষ্ঠান শেষে হোটেলে ফিরতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এবার তেমনই ঘটনা ঘটল জেলায়।

বাংলার মুখ খবর

Latest News

‘বন্দুক অন্যের কাঁধে দিয়ে প্রচারের মুখ হতে চাইছে’ কিঞ্জল? দিলেন ফেসবুকে জবাব সঞ্জুর ওপেনিং থেকে মায়াঙ্কদের অভিষেক! T20 সিরিজে কোন ৫ বিষয়ে লক্ষ্য থাকবে গৌতির! শ্রীলঙ্কান অধিনায়ককে বারে তুললেন হিলি! ট্র্যাপে পা দিয়ে পরের বলেই আউট চামারি… ধর্ষণের অভিযোগ, কোরিওগ্রাফার জনি মাস্টারের জাতীয় পুরস্কার ফিরিয়ে নিল কেন্দ্র পন্তের 'নাটকেই' T20 বিশ্বকাপ জয়? সকলের সামনে গোপন কথা ফাঁস করলেন রোহিতই! ‘মানুষ ভেবেছে আমি সকাল থেকে মদ খেয়ে পড়ে থাকি’! ছবি প্রচারে বিস্ফোরক স্বস্তিকা 'রাজ্য সরকারি হাসপাতালে আস্থা নেই, কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্ত চাই' 'RG করে পুলিশের অকর্মণ্যতার জন্যই ধর্ষকরা অনুপ্রাণিত হচ্ছে', তুলোধোনা বোসের মৃত বাবার চাকরি হাতাতে ১০ বছরের ভাইকে খুন করল দিদি ‘রান পাচ্ছেন না,অধিনায়কত্ব ছেড়েছেন’, তবু বাবরকেই ট্রাম্প কার্ড মানছেন সৌদ শাকিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.