বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ফের আনিসের বাড়িতে SIT, আস্থা নেই, জানিয়ে দিলেন বাবা

ফের আনিসের বাড়িতে SIT, আস্থা নেই, জানিয়ে দিলেন বাবা

আনিস খানের বাবা সালেম খান।

আনিস হত্যায় সিটের তদন্ত নিয়ে একের পর এক অভিযোগ তুলেছেন সালেম খান। সম্প্রতি সিট তাঁকে নারকো পরীক্ষা করানোর প্রস্তাব দেয় বলে জানিয়েছেন তিনি।

আমতায় মৃত যুবক আনিস খানের বাড়িতে ফের গেলেন সিটের আধিকারিকরা। সোমবার বিকেল ৪টে নাগাদ আনিসের বাড়িতে গিয়ে তাঁর বাবা সালেম খানের সঙ্গে দেখা করেন সিটের সদস্যরা। আনিসের বাবা সালেম খান জানান, তাঁকে দ্রুত আদালতে জবানবন্দি দিতে বলেছেন সিটের আধিকারিকরা।

এদিন বিকেল ৪টে নাগাদ আমতায় যান সিটের আধিকারিকরা। আনিসের বাবার সঙ্গে কিছুক্ষণ কথা বলে বেরিয়ে যান তাঁরা। এর পর সালেম খান সাংবাদিকদের বলেন, সিটের আধিকারিকরা আমাকে ও আমার পরিবারের ৬ সদস্যকে দ্রুত আদালতে গোপন জবানবন্দি দিতে বলেন। কিন্তু সিট যেভাবে তদন্ত করছে তাতে আমার আস্থা নেই। আমি সিবিআই চাই।

আনিস হত্যায় সিটের তদন্ত নিয়ে একের পর এক অভিযোগ তুলেছেন সালেম খান। সম্প্রতি সিট তাঁকে নারকো পরীক্ষা করানোর প্রস্তাব দেয় বলে জানিয়েছেন তিনি। সালেম খানের দাবি, তাঁকে পাগল প্রমাণ করার চেষ্টা করছেন গোয়েন্দারা। সঙ্গে তাঁর প্রশ্ন, রামপুরহাটকাণ্ডে সিবিআই তদন্ত হলে আনিসের মৃত্যুতে সিবিআই তদন্ত হবে না কেন?

 

 

বন্ধ করুন