বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Sitalkuchi Triple Murder: প্রেমঘটিত সম্পর্কে টানাপড়েনের জেরেই শীতলকুচিতে খুন তৃণমূল নেতা ও তাঁর পরিবার?

Sitalkuchi Triple Murder: প্রেমঘটিত সম্পর্কে টানাপড়েনের জেরেই শীতলকুচিতে খুন তৃণমূল নেতা ও তাঁর পরিবার?

পুলিশের অনুমান, প্রেমঘটিত সম্পর্কে টানাপড়েনের জেরেই শীতলকুচিতে খুন তৃণমূল নেতা ও তাঁর পরিবার

শীতলকুচিতে তৃণমূল নেতা, তাঁর স্ত্রী ও বড় মেয়েকে খুনের ঘটনায় নয়া মোড়। খুনে অভিযুক্ত যুবক পুলিশ জানিয়েছে, ছোট মেয়ের সঙ্গে প্রেমে বাধা দেওয়ার কারণেই এই কাণ্ড ঘটানো হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, তাহলে সেই ছোট মেয়েকেও কেন কুপিয়ে খুন করার চেষ্টা করা হল?

শীতলকুচিতে তৃণমূল নেতা, তাঁর স্ত্রী ও বড় মেয়েকে খুনের ঘটনায় নয়া মোড়। ভোররাতের এই নৃশংস হত্যাকাণ্ডে ইতিমধ্যে অভিযুক্ত তিনজকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযুক্তদের মধ্যে একজনকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ছোট মেয়ে ইতি বর্মনের সঙ্গে প্রেমে বাধা দিয়েছিল তৃণমূল নেতা ও তাঁর পরিবার। এই কারণেই এই কাণ্ড ঘটানো হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, তাহলে সেই ছোট মেয়েকেও কেন কুপিয়ে খুন করার চেষ্টা করা হল? এই আবহে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে এই খুন নিয়ে। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা বলেন, 'প্রধান অভিযুক্ত বিভূতিভূষণ রায় এবং তাঁর সঙ্গীদের গ্রেফতার করা হয়েছে। প্রেমঘটিত সম্পর্কের কারণেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে।' (আরও পড়ুন: রবিতে সল্টলেক থেকে গঙ্গার নীচে দিয়ে হাওড়া ময়দান যাবে মেট্রো, হবে ট্রায়াল রান)

জানা গিয়েছে, এই ঘটনায় নীলিমা বর্মন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তাঁর স্বামী বিমলকুমার বর্মন তৃণমূলের এসসি-এসটি সেলের নেতা। এদিকে নীলিমা ও বিমলের বড় মেয়ে রুনা বর্মনও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এই হামলায়। এদিকে যে ছোট মেয়ে ইতির সঙ্গে বিভূষিভূষণ প্রেমের দাবি করছে, সেই মেয়েও গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: ডিএ নিয়ে হাই কোর্টের পরামর্শের পরই আরও তীব্র আন্দোলনের হুঁশিয়ারি সরকারি কর্মীদের

রিপোর্ট অনুযায়ী, আজ ভোর রাতে শীতলকুচির হাসপাতাল পাড়ায় নীলিমার বাড়ি থেকে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। অনেকেই সেখানে যান সেই আওয়াজ শুনে। সেই সময় রক্তাক্ত অবস্থায় বাড়ির চার সদস্যকে পড়ে থাকতে দেখেন তারা। পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে থাকা একজনকে ধরে ফেলে প্রতিবেশীরা। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ পরে আরও দু'জনকে আটক করে এই ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে। এই আবহে পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছে, প্রেমঘটিত কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।

আরও পড়ুন: বাজারের চায়ের দোকানে গুলি করে খুন তৃণমূল নেতাকে, ব্যাপক চাঞ্চল্য নদিয়ার হাঁসখালিতে

এদিকে আজ অপর এক ঘটনায় নদিয়ার এক তৃণমূল নেতাকে বাজারে খুন করেছে ৮ থেকে ১০ জন দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানা এলাকায়। মৃত নেতার নাম আমোদ আলি বিশ্বাস, বয়স ৪৫ বছর। তিনি রামনগর বড় চুপড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহ-সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে। তৃণমূল নেতাকে যেভাবে খুন করা হয়েছে, তাতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।

 

 

বাংলার মুখ খবর

Latest News

দেননি শোকজের জবাব, সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করার পথে রাজ্য মেডিক্যাল কাউন্সিল RG করের 'জাস্টিস'-র মিছিলে পরিচয়! তরুণীকে 'গণধর্ষণ' ২ যুবকের, বামেদের তোপ TMC-র 'CM-র চিকিৎসক বলে…', মুখ খুললেন 'উত্তরবঙ্গ লবির মাথা' এসপি দাস বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণ, চুপ থাকতে নির্যাতিতার বোনকে ২০ টাকা দিল অভিযুক্ত বুমরাহকে খেলতে পারছেন না, নেট বোলারদেরও সামনেও ব্যর্থ! হতাশ যশস্বীর পাশে কোহলি DC সেন্ট্রালকে ছাড় কেন? ক্ষুব্ধ ডাক্তাররা, নির্যাতিতার বাবা বলেছিলেন মিথ্যেবাদী দেখেই খুলে ফেললেন গায়ের কোট…! বিতর্ক অতীত, পার্টিতে রণজয়-শ্যামৌপ্তি একসঙ্গে মঙ্গল সকালেই ফের 'অ্যাকশন' আরজি কর মামলায়, তৃণমূল বিধায়কের বাড়ি সহ ৬ জায়গায় ED রাভশানের বিরুদ্ধে কতজন বিদেশিকে মাঠে নামতে পারবে মোহনবাগান? জেনে নিন পুরো নিয়ম 'নিজের রেকর্ড দেখুন', ভারতীয় মুসলিমদের নিয়ে খোমেইনির মন্তব্যের পালটা দিল ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.