শীতলকুচিতে তৃণমূল নেতা, তাঁর স্ত্রী ও বড় মেয়েকে খুনের ঘটনায় নয়া মোড়। ভোররাতের এই নৃশংস হত্যাকাণ্ডে ইতিমধ্যে অভিযুক্ত তিনজকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযুক্তদের মধ্যে একজনকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ছোট মেয়ে ইতি বর্মনের সঙ্গে প্রেমে বাধা দিয়েছিল তৃণমূল নেতা ও তাঁর পরিবার। এই কারণেই এই কাণ্ড ঘটানো হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, তাহলে সেই ছোট মেয়েকেও কেন কুপিয়ে খুন করার চেষ্টা করা হল? এই আবহে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে এই খুন নিয়ে। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা বলেন, 'প্রধান অভিযুক্ত বিভূতিভূষণ রায় এবং তাঁর সঙ্গীদের গ্রেফতার করা হয়েছে। প্রেমঘটিত সম্পর্কের কারণেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে।' (আরও পড়ুন: রবিতে সল্টলেক থেকে গঙ্গার নীচে দিয়ে হাওড়া ময়দান যাবে মেট্রো, হবে ট্রায়াল রান)
জানা গিয়েছে, এই ঘটনায় নীলিমা বর্মন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তাঁর স্বামী বিমলকুমার বর্মন তৃণমূলের এসসি-এসটি সেলের নেতা। এদিকে নীলিমা ও বিমলের বড় মেয়ে রুনা বর্মনও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এই হামলায়। এদিকে যে ছোট মেয়ে ইতির সঙ্গে বিভূষিভূষণ প্রেমের দাবি করছে, সেই মেয়েও গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: ডিএ নিয়ে হাই কোর্টের পরামর্শের পরই আরও তীব্র আন্দোলনের হুঁশিয়ারি সরকারি কর্মীদের
রিপোর্ট অনুযায়ী, আজ ভোর রাতে শীতলকুচির হাসপাতাল পাড়ায় নীলিমার বাড়ি থেকে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। অনেকেই সেখানে যান সেই আওয়াজ শুনে। সেই সময় রক্তাক্ত অবস্থায় বাড়ির চার সদস্যকে পড়ে থাকতে দেখেন তারা। পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে থাকা একজনকে ধরে ফেলে প্রতিবেশীরা। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ পরে আরও দু'জনকে আটক করে এই ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে। এই আবহে পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছে, প্রেমঘটিত কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।
আরও পড়ুন: বাজারের চায়ের দোকানে গুলি করে খুন তৃণমূল নেতাকে, ব্যাপক চাঞ্চল্য নদিয়ার হাঁসখালিতে
এদিকে আজ অপর এক ঘটনায় নদিয়ার এক তৃণমূল নেতাকে বাজারে খুন করেছে ৮ থেকে ১০ জন দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানা এলাকায়। মৃত নেতার নাম আমোদ আলি বিশ্বাস, বয়স ৪৫ বছর। তিনি রামনগর বড় চুপড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহ-সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে। তৃণমূল নেতাকে যেভাবে খুন করা হয়েছে, তাতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।