বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > লকডাউনে স্কুলের মাঠে বসেছিল মদ্যপানের আসর, গ্রেফতার ৬ ছাত্র

লকডাউনে স্কুলের মাঠে বসেছিল মদ্যপানের আসর, গ্রেফতার ৬ ছাত্র

প্রতীকি ছবি

গ্রেফতার হওয়া ছাত্ররা যদিও অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বন্ধুর জন্মদিন পালন করতে স্কুলের মাঠে জড়ো হয়েছিল তারা।

লকডাউনে বন্ধ স্কুলের মাঠে বসে মদ্যপানের অভিযোগে আটক স্কুলেরই ৬ ছাত্র। ঘটনা কোচবিহারের তুফানগঞ্জ নৃপেন্দ্র নায়ারণ মেমোরিয়াল হাই স্কুলের। স্কুলের এক শিক্ষকের দাবি, বারবার বুঝিয়েও কাজ হয়নি। তাই জানানো হয়েছিল পুলিশকে। 

স্কুলের মাঠে স্কুলের ছাত্ররাই মদ্যপান করছে অভিযোগ পেয়ে নজরদারি চালাচ্ছিল স্থানীয় পুলিশ – প্রশাসন। শুক্রবার দুপুরে মদের আসর বসেছে শুনেই হানা দেন তুফানগঞ্জ থানার পুলিশকর্মীরা। হাতে নাতে আটক করেন ৬ জনকে। ধৃতরা একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে। উদ্ধার হয় মদের বোতল ও গ্লাস।

গ্রেফতার হওয়া ছাত্ররা যদিও অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বন্ধুর জন্মদিন পালন করতে স্কুলের মাঠে জড়ো হয়েছিল তারা। 

স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে ছাত্রদের এব্যাপারে বোঝানো হচ্ছিল। কিন্তু কাজ হয়নি। তাই প্রশাসনিক পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন তাঁরা। প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুলের পরিচালন সমিতিকে বিষয়টি জানানো হয়েছে। 

 

বন্ধ করুন