বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Canning Local Train: মহিলার কান ছিঁড়ে সোনার দুল ছিনতাই, চলন্ত ক্যানিং লোকাল থেকে চম্পট দুষ্কৃতী

Canning Local Train: মহিলার কান ছিঁড়ে সোনার দুল ছিনতাই, চলন্ত ক্যানিং লোকাল থেকে চম্পট দুষ্কৃতী

চলন্ত ক্যানিং লোকালে মহিলার কান ছিঁড়ে সোনার দুল নিয়ে চম্পট দিল দুষ্কৃতী।। (ছবি, সৌজন্য পিটিআই)

আজ, বুধবার সকালে সোনারপুর ষ্টেশন থেকে ক্যানিং লোকালে ফিরছিলেন অশ্রুকণা দেবী, তাঁর মেয়ে এবং শ্বশুর। অভিযোগ, ঘুটিয়ারী শরিফ ষ্টেশন ছাড়তেই এক দুষ্কৃতী হঠাৎ অশ্রুকণার উপর ঝাঁপিয়ে পড়ে। আর ডান কান ছিঁড়ে সোনার দুল নিয়ে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিয়ে চম্পট দেয়। তখন কামরায় রক্তারক্তি অবস্থা।

আজ, বুধবার সকালে চলন্ত ক্যানিং লোকালের কামরা থেকে এক মহিলার কান ছিঁড়ে সোনার দুল নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। এই ঘটনায় গোটা কামরায় রক্তারক্তি অবস্থা হয়ে যায়। শিউরে ওঠেন অন্যান্য যাত্রীরা। এই ঘটনায় শিয়ালদা দক্ষিণ শাখার ঘুটিয়ারী শরিফ স্টেশনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই ঘটনার বিবরণ দিয়ে ক্যানিং জিআরপিতে অভিযোগ জানান ওই মহিলা। তারপরই এই ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং জিআরপি।

ঠিক কী ঘটেছে ক্যানিং লোকাল ট্রেনে?‌ ট্রেনের যাত্রীদের সূত্রে খবর, সুন্দরবনের গোসাবা ব্লকের কচুখালির বাসিন্দা গৃহবধু অশ্রুকণা মণ্ডল। তাঁর এক ছেলে সোনারপুর এলাকায় পড়াশোনা করে। তাই মাঝেমধ্যেই তিনি সেখানে আসেন এবং ছেলের সুবিধা অসুবিধা দেখেন। দু’‌দিন আগে তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়েছে বলে খবর পান তিনি। তাই পুকুরের কই মাছ নিয়ে ছেলের কাছে আসেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে অঞ্জু মণ্ডল ও শ্বশুর দুলালচন্দ্র মণ্ডল। এখানে সোমবার এসেছিলেন অশ্রুকণা দেবী। আর ছেলে সুস্থ হতেই আজ ফিরছিলেন তিনি। তখনই এক দুষ্কৃতী কান থেকে সোনার দুল টেনে ছিনতাই করে চম্পট দেয়।

আর কী জানা যাচ্ছে?‌ আজ, বুধবার সকালে সোনারপুর ষ্টেশন থেকে ক্যানিং লোকালে ফিরছিলেন অশ্রুকণা দেবী, তাঁর মেয়ে এবং শ্বশুর। অভিযোগ, ঘুটিয়ারী শরিফ ষ্টেশন ছাড়তেই এক দুষ্কৃতী হঠাৎ অশ্রুকণার উপর ঝাঁপিয়ে পড়ে। আর ডান কান ছিঁড়ে সোনার দুল নিয়ে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিয়ে চম্পট দেয়। তখন কামরায় রক্তারক্তি অবস্থা। কান থেকে রক্ত পড়া অবস্থাতেই ট্রেনটি ক্যানিং ষ্টেশন আসলে জিআরপি পুলিশে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর শ্বশুর ও মেয়ে তাঁকে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন অশ্রুকণাকে।

ঠিক কী বলছেন শ্বশুর?‌ এই ঘটনার পর সবাই চমকে যান। গোটা ঘটনাটি নিয়ে ওই মহিলার শ্বশুর বলেন, ‘‌আজ সকালে যাচ্ছিলাম আমরা তিনজন নাতির কাছ থেকে। ক্যানিং লোকালে উঠেছিলাম। ট্রেন ছেড়েও দিয়েছিল। তখনই হঠাৎ একজন বৌমার কান ছিঁড়ে সোনার দুল নিয়ে চম্পট দিল। রক্তে ভেসে গেল ট্রেনের কামরা। ওই দুষ্কৃতীকে ধরার আগেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে সে পালিয়ে যায়।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন