সাগরদিঘি উপনির্বাচন হয়ে গিয়েছে। ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। তবে বাকি রয়েছে পঞ্চায়েত নির্বাচন। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের স্কুলের ছাদে এবং বাগানে পড়ে থাকতে দেখা গেল সকেট বোমা। স্কুলের কর্মচারীরা পরিষ্কার করার সময় বোমাগুলি উদ্ধার করেন। আজ, শুক্রবার মুর্শিদাবাদের ডাঙাপাড়া অঞ্চলের হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠে এই বোমা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে আলোড়ন পড়ে গিয়েছে।
ঠিক কী ঘটেছে মুর্শিদাবাদে? স্থানীয় সূত্রে খবর, আজ শুক্রবার সকালে মুর্শিদাবাদ থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া অঞ্চলের হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠের ছাদে সকেট বোমাগুলি উদ্ধার হয়। এদিন সকালে স্কুলের কর্মচারীরা ঝাড়ু দেওয়ার সময় দেখতে পান সেই বোমাগুলিকে। তখন এই খবর দেওয়া হয় মুর্শিদাবাদ থানার পুলিশকে। ইতিমধ্যেই মুশিদাবাদ থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। স্কুলের বাগান আর ছাদে অনেকগুলি বোমা পড়ে থাকতে দেখে আতঙ্ক তৈরি হয়।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। তবে কে বা কারা এই বোমা রেখে গিয়েছে সেটা এখনও জানা যায়নি। তবে ঘটনাস্থলে এসেছে বম্ব স্কোয়াডও। তারা বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন। আগামী ৫, ৬, ৭ মার্চ স্কুলের ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান রয়েছে। তার আগে সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াডের টিম। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সুরিন্দর সিং বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। কে বা কারা যুক্ত সেটা খতিয়ে দেখা হচ্ছে।’
স্কুলের ঠিক কী বক্তব্য? এই বোমা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে স্কুলের শিক্ষক–শিক্ষিকা, অভিভাবক–ছাত্রছাত্রী সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। এই বিষয়টি নিয়ে স্কুল পরিচালন সমিতির সদস্য কুন্তল চৌধুরী বলেন, ‘স্কুলের বাগানে যাঁরা কাজ করছিলেন, তাঁরাই খবর দেন যে, স্কুলে বোমা পাওয়া গিয়েছে। ছুটে এসে দুটো বোমা দেখতে পাই। তার পরেই পুলিশে খবর দেওয়া হয়।’ এই স্কুলে বোমা মজুত করে কোনও বড় অপারেশনের ছক কষেছিল দুষ্কৃতীরা বলে মনে করছেন জেলা পুলিশ কর্তারা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup