বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Baharampur: বহরমপুরে বোমা বিস্ফোরণ, পিছনে কারা, তদন্তে পুলিশ

Baharampur: বহরমপুরে বোমা বিস্ফোরণ, পিছনে কারা, তদন্তে পুলিশ

ঘটনার অকুস্থল

পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত করে দেখছে। এলাকায় সিসিটিভি লাগানো রয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

রবিবার রাতে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল বহরমপুরে শ্যাম দাসের আখড়া এলাকা। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা ওই বোমা রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা যাচ্ছে, যেখানে এই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেটি বহরমপুরের ৫ নম্বর ওয়ার্ডের উজ্জ্বল সংঘ মাঠ সংলগ্ন এলাকায়। টাইমার সেট করা সকেট বোমা বিস্ফোরণ করা হয়েছিল। বিস্ফোরণের পর গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে। এলাকার স্থানীয় এক বাসিন্দা জানান, ‘‌মেয়েকে ঘরে পড়াচ্ছিলাম। তখনই একটা বিকট শব্দ শুনতে পাই। এছাড়া কিছু শুনিনি, দেখিনি। শব্দ শুনে বারান্দায় এসে দেখলাম, চারদিকে ধোঁয়ায় ভরে গিয়েছে।’‌

পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত করে দেখছে। এলাকায় সিসিটিভি লাগানো রয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে ছুটে আসেন বহরমপুর পুরসভার কাউন্সিলার। ঘটনাস্থলে এসে তিনি জানান, ‘‌এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই। পূর্ণাঙ্গ তদন্ত না হলে আগামীদিনে আমরা তীব্র আন্দোলন করব। বোমা বিস্ফোরণ হয়েছে বাপি ঘোষের বাড়ির সামনে। বাপিদা একটা সময়ে কংগ্রেস করত। এখন বিজেপির সমর্থক। বর্তমান বিধায়কের কাছের ছেলে। কে বিজেপি করবে, কে তৃণমূল করবে, কে কংগ্রেস করবে, কে সিপিএম করবে, এটা তাঁদের অধিকার। আগে তো হত না, কেন এখন হবে। এই শহরকে সুরক্ষিত রাখার দায়িত্ব প্রশাসনের।’‌

বন্ধ করুন