বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Murshidabad: আজ পয়লা বৈশাখ! ধুলিয়ানে খুলল মিষ্টি, কাপড়, ওষুধের দোকান, কাজে ফিরলেন বিড়ি শ্রমিকরাও

Murshidabad: আজ পয়লা বৈশাখ! ধুলিয়ানে খুলল মিষ্টি, কাপড়, ওষুধের দোকান, কাজে ফিরলেন বিড়ি শ্রমিকরাও

মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকা পরিদর্শনে বিএসএফ-এর ইস্টার্ন কমান্ডের এডিজি রবি গান্ধী। সোমবারের (১৪ এপ্রিল, ২০২৫) ছবি। (PTI)

সংবাদমাধ্যমের হাতে এখনও পর্যন্ত যেটুকু তথ্য এসেছে, তা হল - ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জ-সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় হিংসা রুখতে ও স্বাভাবিক জনজীবন ফেরাতে বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে। এগোনো হচ্ছে সেভাবেই।

বিএসএফ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশের যৌথ প্রয়াসে কাজ হতে শুরু করেছে। ধীরে ধীরে হলেও ছন্দে ফিরছে মুর্শিদাবাদের ধুলিয়ান-সহ অন্য়ান্য উপদ্রুত এলাকা। আজ (১৫ এপ্রিল, ২০২৫) বছর শুরুর দিন। বাংলা ও বাঙালির নববর্ষ - পয়লা বৈশাখ! অথচ, 'আনন্দের' এই দিনেও মুর্শিদাবাদবাসীর একটা বড় অংশ রয়েছেন আতঙ্কে। কিন্তু, তারই মধ্যে রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী ও বিএসএফ-এর যৌথ প্রচেষ্টায় এদিনই ধুলিয়ানে ইতিউতি দোকান-বাজার খুলতে দেখা গেল। যা গত কয়েকদিন ধরে ছিল ঝাঁপবন্ধ। বছর শুরুর দিনে ফের কাজে ফিরলেন স্থানীয় বিড়ি মহল্লার শ্রমিকরাও।

সংবাদমাধ্যমের হাতে এখনও পর্যন্ত যেটুকু তথ্য এসেছে, তা হল - ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জ-সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় হিংসা রুখতে ও স্বাভাবিক জনজীবন ফেরাতে বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে। এগোনো হচ্ছে সেভাবেই। প্রথমত - কেন্দ্রীয় বাহিনী ও বিএসএফ রাজ্য পুলিশ ও প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় রেখেই কাজ করছে।

উপদ্রুত এলাকায় বাহিনীর রুটমার্চ চলছে। তাদের উপস্থিতি রয়েছে সর্বত্র। কার্যত মানুষের দোরে দোরে গিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বড় কর্তারা কথা বলছেন। মানুষকে আশ্বস্ত করছেন, তাঁদের নিরাপত্তা প্রদান ও পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন।

এছাড়াও, গত রবিবার থেকে পুলিশ পক্ষ থেকে প্রত্যকেটি এলাকায় শান্তি বৈঠক করা হচ্ছে। সূত্রের দাবি, শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই এমন অন্তত শতাধিক শান্তি বৈঠক করা হয়েছে। সেই বৈঠকগুলিতে স্থানীয় থানার ওসি থেকে শুরু করে পুলিশের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত থাকছেন। বৈঠকে ডাকা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের। তাঁদের সঙ্গে আলোচনা করেই এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা করা হচ্ছে।

একইসঙ্গে, নতুন করে যাতে কোনওভাবে হিংসা ছড়ানোর চেষ্টা না করা হয়, কেউ যাতে এই কাজে প্ররোচনা দিতে না পারে, তা নিশ্চিত করতে শান্তি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই কমিটিগুলি এলাকাভিত্তিক। এবং সেই কমিটিগুলির মাথায় এমন ব্যক্তিদের রাখা হয়েছে, যাঁদের উপর এলাকার মানুষের আস্থা রয়েছে এবং যাঁদের কথা তাঁরা অন্তত অমান্য করতে চাইবেন না।

এই শান্তি কমিটির কাজ হল, কোথাও হিংসা ছড়ানোর এতটুকু অপচেষ্টা চোখে পড়লেই, বা এই সংক্রান্ত কোনও খবর কানে আসামাত্র তা পুলিশকে সঙ্গে সঙ্গে জানানো। যাতে হিংসা ছড়ানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে পাকড়াও করা যায়।

এত সব প্রয়াসের পর মঙ্গলবার সকালে - পয়লা বৈশাখের দিন ধুলিয়ান বাজারে বেশ কয়েকটি মিষ্টির দোকান খুলেছে বলে জানা গিয়েছে। এছাড়াও খান কয়েক কাপড়ের বিপণনী ও ওষুধের দোকানও খুলেছেন ব্যবসায়ীরা। দোকানে খুব অল্প সংখ্য়ায় হলেও ক্রেতারা আসছেন। সামশেরগঞ্জ এবং ধুলিয়ানে বিড়ি শ্রমিকদের যে মহল্লা রয়েছে, এদিন সেই সমস্ত জায়গাতেও নতুন করে কাজ শুরু হয়েছে। অশান্তি ভয়াল ছবিটা খুব ধীরে হলেও ফিকে হওয়া শুরু হয়েছে।

যদিও অন্যদিকে প্রশাসন কিন্তু সতর্ক রয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, হিংসায় মদতকারীদের কোনওভাবেই রেয়াত করা হবে না। এই বিষয়ে একই সুর শোনা গিয়েছে রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং বিএসএফ-এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি নীলোৎপল পাণ্ডের গলায়।

বাংলার মুখ খবর

Latest News

বেলজিয়ামে ধৃত মেহুল চোকসিকে কি ভারতে ফেরানো যাবে? কী বলছে MEA? ১৮ বছর পর রাহু-মঙ্গলের ষড়াষ্টক যোগ, ৩ রাশির বাড়বে সমস্যা, সম্পর্কে আসবে জটিলতা ‘জাট’ নিয়ে আইনি বিপাকে, সানি, রণদীপ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়ের হল FIR দেশে বামপন্থার হাল কেমন?‌ পরিস্থিতি জানাতে জিনপিংয়ের দেশে যাচ্ছে ফরওয়ার্ড ব্লক ফের সংঘাত রাহুল দ্রাবিড় এবং সঞ্জু স্যামসনের! খেসারত দিচ্ছে রাজস্থান রয়্যালস? ‘‌জনবিরোধী এনডিএ সরকার স্বাস্থ্যে জিএসটি বসিয়েছে’‌, খোঁচা দিলেন অভিষেক ২৬/১১ মুম্বই হামলার চক্রী তাহাউরকে নিয়ে পাকিস্তানকে 'রিমাইন্ডার' দিল ভারত ‘রেড লাইটে এলাকা থেকে ছেলেটিকে তুলে আনি,ওর মা ভেবেছিল…!পরে ও জাতীয় পুরস্কার পায়’ জাপানি মহিলাকে বীর্য মাস্কের! সন্তানদের ফৌজ গড়তে তৎপরতা কীভাবে 'প্রেম' দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের? কোথায় প্রথম দেখা দু'জনের?

Latest bengal News in Bangla

দেশে বামপন্থার হাল কেমন?‌ পরিস্থিতি জানাতে জিনপিংয়ের দেশে যাচ্ছে ফরওয়ার্ড ব্লক ‘‌জনবিরোধী এনডিএ সরকার স্বাস্থ্যে জিএসটি বসিয়েছে’‌, খোঁচা দিলেন অভিষেক কীভাবে 'প্রেম' দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের? কোথায় প্রথম দেখা দু'জনের? বিধায়করা এবার থেকে কত টাকা পাবেন চশমার বিল বাবদ?‌ অঙ্ক বেঁধে দিল বিধানসভা ‘গরুর দুধ থেকে সোনা’ খুঁজে পাওয়া দিলীপের বিয়েতে স্বস্তি মায়ের, মেনুতে কি থাকছে? সীমান্ত এলাকায় যেখানে হিন্দু কম, সেখানে তাঁদের অস্ত্র রাখতে দেওয়া হোক: শুভেন্দু গবাদি পশুদের মধ্যে বাড়ছে ‘লাম্পি স্কিন ডিজিজ’, রাজ্যজুড়ে টিকা দেবে সরকার ক্যাবে করে দিল্লি থেকে কলকাতা, ভাড়া না মিটিয়ে চম্পট দিল যুবক, বিপাকে চালক ‘টাকার লোভে নেতাদের পিছনে ঘুরে বেড়ায় পুলিশ’ ক্ষুব্ধ অরূপের মন্তব্যে বিতর্ক আছে ২৫ বছর বয়সি এক ছেলে, কে দিলীপ ঘোষের এই হবু স্ত্রী রিঙ্কু মজুমদার?

IPL 2025 News in Bangla

ফের সংঘাত রাহুল দ্রাবিড় এবং সঞ্জু স্যামসনের! খেসারত দিচ্ছে রাজস্থান রয়্যালস? 'পুরানো সেই দিনের কথা…', চাহালে মজে! অতীতে ফিরে গেলেন প্রীতি গ্লেন ফিলিপসের বদলি হিসেবে লঙ্কান অলরাউন্ডারকে নিল GT! আগে কখনও IPL-এ খেলেননি! রোহিত শর্মার টানা ব্যর্থতায় অসন্তুষ্ট বীরেন্দ্র সেহওয়াগ! বললেন, ‘যাওয়ার বয়স এখন’ ওয়াংখেড়েতে 'টেস্ট খেললেন' ট্র্যাভিস হেডরা, একাধিক ক্যাচ ছেড়েও ম্যাচ জিতল MI ২বার ক্যাচ আউট হয়েও বাঁচলেন হেড! SRHকে হতাশ করে ২৮ বলে করলেন মাত্র ২৯! IPL-এ SRH-র বিরুদ্ধে গোড়ালিতে চোট! উঠে দাঁড়িয়েই অভিষেককে আউট করলেন হার্দিক প্রথম বলেই আগুনে ফর্মে থাকা অভিষেকের ক্যাচ মিস, আশঙ্কার কালো মেঘে ঢাকে MI-র আকাশ টিম ইন্ডিয়ার চাকরি খুইয়ে KKR-এ ফিরবেন পুরনো কোচ? টি দিলীপের ভবিষ্যৎ কী হবে? স্টার্কের মাস্টারক্লাস বোলিংয়ে নতি স্বীকার DC-র! অতীত ভুলে অজির প্রশংসায় যশস্বী

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.