বৃদ্ধ বাবাকে মারধর করার অভিযোগ উঠল গুণধর ছেলের বিরুদ্ধে। আগেও বাড়ির মধ্যে একাধিকবার অত্যাচার করেছে ছেলে। এবার তা প্রকাশ্যে চলে এল। আর তাতেই নিন্দার ঝড় উঠেছে। বয়স্ক বাবাকে বেদম মারধরের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল।
ঠিক কী ঘটেছে হলদিয়ায়? স্থানীয় সূত্রে খবর, ৭০ বছর বয়সের বাবার উপর মারধর করে গুণধর ছেলে। এমনকী নিজের বাবাকে মারতে মারতে টেনে হিঁচড়ে মাটিতে ফেলেও দেয় গুণধর ছেলে। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে। তারপরই গুণধর ছেলের বিরুদ্ধে মানুষ তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন সেখানে। সকলেই অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করার দাবি করেছেন।
কী তথ্য পাওয়া যাচ্ছে? এই ঘটনাটি হলদিয়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের। ১১ নম্বর ওয়ার্ডের দুর্গাচকের বাসিন্দা মন্টু মিস্ত্রি। তাঁকে বেধড়ক মারধর করেছে তার ছেলে সঞ্জয় মিস্ত্রি। ৭০ বছরের মন্টু মিস্ত্রি হলদিয়া রিফাইনারির অবসরপ্রাপ্ত কর্মচারী। তিনি ছেলের সঙ্গেই থাকতেন। গুণধর ছেলে সঞ্জয় হলদিয়ার হিন্দুস্থান ইউনিলিভারে কর্মরত। তারপরও টাকার জন্য বাবার উপর অত্যাচার করে বলে অভিযোগ।
ঠিক কী দেখা গিয়েছে ভিডিয়ো–তে? ভিডিয়ো–তে দেখা যাচ্ছে, শনিবার রাতে সঞ্জয় তার বাবা মন্টু মিস্ত্রিকে গলায় হাতের প্যাঁচ লাগিয়ে মারছে। তারপর তাঁকে মাটিতে ফেলে দিচ্ছে। এমনকী প্রহৃত বাবাকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে বের করে দিচ্ছে। তাতে বাধা দিতে দেখা যায় এক মহিলা–সহ প্রতিবেশী দু’জনকে। ওই ঘটনা ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে।