বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Murder: টাকা না দেওয়ায় মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ছেলে

Murder: টাকা না দেওয়ায় মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ছেলে

মাকে খুন করল নাবালিকা ছেলে। প্রতীকী ছবি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ছেলের নাম উত্তম ওঁরাও। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে বাবলি ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। অভিযোগ, প্রায়ই মদ্যপান করত ওই যুবক। গতকালও মদ্যপান করে বাড়ি ফিরেছিল উত্তম। তারপরেই এরকম ঘটনা ঘটেছে। 

মায়ের কাছ থেকে টাকা চেয়েছিল ছেলে। কিন্তু সেই টাকা দিতে পারেননি মা। তাই নিয়ে বচসা। আর তার জেরে নৃশংস কাণ্ড ঘটিয়ে বসল ছেলে। টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে খুন করল ছেলে। শুধু তাই নয় মাকে খুন করার পর মৃতদেহের পাশেই সারারাত বসে থাকল ছেলে। ঘটনাটি জলপাইগুড়ির ডুয়ার্সের তেলিপাড়া চা বাগানের। মৃতার নাম বাবলি ওঁরাও (৬২)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ছেলের নাম উত্তম ওঁরাও। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে বাবলি ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। অভিযোগ, প্রায়ই মদ্যপান করত ওই ছেলে। গতকালও মদ্যপান করে বাড়ি ফিরেছিল উত্তম। তারপরেই এরকম ঘটনা ঘটেছে। আজ সকালে মায়ের কোনও খবর না পেয়ে বাড়িতে গিয়ে মেয়ে জানতে পারেন মা খুন হয়েছে। এরপরেই তেলিপাড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন মেয়ে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বাবলি ওঁরাও প্রতিদিন তার মেয়ের দোকানে চা খেতে যেতেন। তবে আজ তিনি না যাওয়ায় মেয়ের সন্দেহ হয়। এরপর বাড়ি গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে তার মায়ের দেহ। আর ঘরের মধ্যে বসে আছে ভাই।

ঘটনার খবর পেয়ে তেলিপাড়া ফাঁড়ির পুলিশ এসে যুবককে গ্রেফতার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মায়ের ২০ হাজার টাকা চেয়েছিল উত্তম। কিন্তু, তা দিতে না পারায় প্রথমে বচসা এরপরে সে মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছিল। যুবকের এরকম কীর্তিতে হতবাক স্থানীয়রা। শুধুমাত্র টাকার জন্য যে একজন নিজের মাকে খুন করতে পারে তা এর আগে কখনও চাক্ষুষ করেননি স্থানীয়রা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

বন্ধ করুন