পঞ্চায়েত ভোটের মুখে মাঠে ঘাটে রাজনীতি করতে গিয়ে ভাষাসংযম হারাচ্ছেন অনেক রাজনৈতিক নেতা। রাজনৈতিক বিরোধীদের ব্যক্তিগত আক্রমণ করে ফেলছেন অনেকেই। তেমনই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বাঁকুড়ার সোনামুখীতে। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে সেখানে দুর্মুখী হয়ে উঠলেন তৃণমূল নেতা সোমনাথ মুখোপাধ্যায়। স্থানীয় সাংসদ বিধায়ককে ঝাঁটা - খুন্তি নিয়ে আক্রমণের পরামর্শ দিলেন তিনি। পালটা বিজেপির দাবি, শীর্ষ নেতৃত্বের নজরে আসার চেষ্টা করছেন সোমনাথবাবু।
সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির স্ত্রী প্রতিমা ঘরামির নাম উঠেছে আবাস যোজনার তালিকায়। তার প্রতিবাদে শুক্রবার বিকেলে সোনামুখী বিডিও অফিস থেকে চৌরাস্তা পর্যন্ত মিছিল করে INTTUC. এর পর এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ভাষাজ্ঞান হারান সংগঠনের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় বলেন, ‘মা-বোনেদের বলছি পঞ্চায়েত নির্বাচনে যদি আপনাদের এলাকায় সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি এবং বিষ্ণুপুরের সাংসদ যান, তাহলে ঝাঁটা ও খুন্তি পেটা করে এলাকা ছাড়া করবেন। বিধায়ক এবং সাংসদকে জুতোপেটা করে এলাকা ছাড়া করুন।’
পালটা বিজেপির তরফে জানানো হয়েছে, দলের শীর্ষ নেতৃত্বের নজরে আসার জন্য মরিয়া হয়ে উঠেছেন সোমনাথবাবু। তাই কুকথার সাহায্য নিচ্ছেন তিনি।