বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Sougata Roy: দলের ‘কঠিন সময়ে’ আক্ষেপ সৌগতর, ‘কিছু নেতার জন্য বদনাম দল’, বিস্ফোরক বর্ষীয়ান সাংসদ

Sougata Roy: দলের ‘কঠিন সময়ে’ আক্ষেপ সৌগতর, ‘কিছু নেতার জন্য বদনাম দল’, বিস্ফোরক বর্ষীয়ান সাংসদ

সৌগত রায়

আক্ষেপের সুর শোনা গেল বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের গলায়। দমদমের সাংসদ একটি জনসভায় প্রকাশ্যেই মেনে নিয়েছেন যে দল এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সৌগতবাবু অবশ্য এই অবস্থার জন্য দোষ চাপিয়েছেন ‘কিছু নেতার’ উপর।

সম্প্রতি ইডির জালে জড়িয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই গ্রেফতার করেছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। এই আবহে এবার আক্ষেপের সুর শোনা গেল বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের গলায়। দমদমের সাংসদ একটি জনসভায় প্রকাশ্যেই মেনে নিয়েছেন যে দল এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সৌগতবাবু অবশ্য এই অবস্থার জন্য দোষ চাপিয়েছেন ‘কিছু নেতার’ উপর। (আরও পড়ুন: স্বাধীনতা দিবসে চটুল নাচের আয়োজন, উদ্দাম নাচ তৃণমূল নেতার, ওড়ালেন টাকা)

পানিহাটির এক সভা থেকে সৌগত রায় বলেন, ‘দলের কিছু লোক খারাপ কাজ করেছে। তাদের জন্য দলের বদনাম হচ্ছে। জল এই সব খারাপ কাজ মেনে নেয়নি। পার্থ চট্টোপাধ্যায়ের মতো যারা খারাপ কাজ করেছে, তাদেরকে দল সরিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের ৯৫ শতাংশ কর্মী সৎ এবং নিষ্ঠাবান। তাঁরা মানুষের জন্য কাজ করেন। যারা খারাপ কাজ করেছে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। কিন্তু কয়েক জনের জন্য দলের মধ্যে সবাইকে যদি বিজেপি, সিপিএম ও কংগ্রেস চোর বলে তাহলে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা আমরা নেব।’

আরও পড়ুন: ‘আটকালে তৃণমূল বিধায়কের কাছা খুলে নেব’, হুঁশিয়ারি দিলীপের, পালটা খোঁচা অসিতের

এদিকে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের নাম নিলেও অনুব্রত মণ্ডলের উল্লেখ করেননি সৌগত রায়। এর আগে অনুব্রতকে ‘ভালো সংগঠক’ বলে আখ্যা দিয়েছিলেন সৌগত। এদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও কেষ্টকে সমর্থন জানিয়িছেন। এই আবহে উত্তর ২৪ পরগনার বিজেপির যুব মোর্চার আহ্বায়ক জয় সাহা বলেন, ‘আগামী ৬ মাসে নতুন তৃণমূল হবে বলে পোস্টার পড়ছে। সেই তৃণমূলে বোধহয় সৌগতর জায়গা হবে না। সে জন্যই উনি এ সব বলছেন। রাজনীতিতে উনি আর বেশি দিন নেই।’

বন্ধ করুন