বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > অভিষেকের পথে হেঁটেই করোনা আবহে জমায়েত বন্ধ রাখার বার্তা সেচমন্ত্রীর

অভিষেকের পথে হেঁটেই করোনা আবহে জমায়েত বন্ধ রাখার বার্তা সেচমন্ত্রীর

সৌমেন মহাপাত্র। ফাইল ছবি সৌজন্যে ফেসবুক।

এ নিয়ে দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষদের অনুরোধ করে একটি ফেসবুক পোস্ট করেছেন মন্ত্রী।

রাজ্যে প্রতিদিন করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। সেই কথা মাথায় রেখেই এবার তৃণমূল সংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর দেখানো পথকেই সঠিক বলে মনে করছেন রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। তিনি জমায়েত, মিটিং-মিছিল, আচার-অনুষ্ঠান বন্ধের আর্জি জানালেন।

এ নিয়ে দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষদের অনুরোধ করে একটি ফেসবুক পোস্ট করেছেন মন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, 'তমলুক বিধানসভার সমস্ত তৃণমূল কংগ্রেস সৈনিকদের অনুরোধ করা যাচ্ছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা না পর্যন্ত সমস্ত জমায়েত, মিটিং-মিছিল, আচার-অনুষ্ঠান বন্ধ রাখলে বিধায়ক হিসেবে আমি কৃতজ্ঞ থাকব।'

কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং-মিছিল, জমায়েত বন্ধের পাশাপাশি পুরভোট বন্ধ রাখা উচিৎ বলেও ব্যক্তিগত মতামত জানিয়েছিলেন। চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে প্রশংসা পেলেও অবশ্য এ নিয়ে বিরোধীরা তাকে খোঁচা দিতে ছাড়েননি।

রাজ্যে করোনা সংক্রমণে কলকাতা এগিয়ে থাকলেও মন্ত্রী সৌমেন মহাপাত্রর জেলা পশ্চিম মেদিনীপুরেও করোনা সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যার ফলে উদ্বেগ বাড়ছে রাজ্যের সেচ মন্ত্রীর। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটে সেচ মন্ত্রীর এই বার্তার প্রশংসা করছেন চিকিৎসকদের একাংশ।

অন্যদিকে, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা করোনা আক্রান্ত হলে তাদের দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলের ঝুড়ি আর হেলথ ড্রিংকস পাঠাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ভূয়শী প্রশংসা করে সৌমেন মহাপাত্র নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, 'করোনা সংক্রামিতদের দ্রুত সেরে ওঠার জন্য ফল খাওয়া জরুরি, সেই কথা মাথায় রেখেই শুভেচ্ছা বার্তা লেখা কার্ড এবং ফলের ঝুড়ি পাঠাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।'

বাংলার মুখ খবর

Latest News

কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.