চার রাজ্যে ভোটগণনায় বিজেপির জয়জয়কারের মধ্যেই চাঞ্চল্যকর পূর্বাভাস করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা। সৌমিত্র এই মন্তব্যে প্রশ্ন উঠছে, তবে কি মহারাষ্ট্রের কায়দায় পশ্চিমবঙ্গ দখল করতে চলেছে বিজেপি।
অভিষেকের সঙ্গে সৌমিত্রর সম্পর্ক যে আদায় কাঁচকলায় সেকথা সর্বজনবিদিত। রবিবার রাজস্থান, মধ্য প্রদেশ ও ছত্তিসগড় বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে বর্ধমানে সৌমিত্র খাঁ বলেন, ‘তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিজেপিতে যোগ দেবেন। এখন শুধু সময়ের অপেক্ষা।’
তিনি বলেন, ‘তিন রাজ্যের ভোটের ফলাফল লোকসভা নির্বাচনে এরাজ্যে বিরাট প্রভাব ফেলবে। অমিত শাহজি আমাদের টার্গেট দিয়ে গিয়েছেন। আগামী লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে মোট ৩৫টি আসন দখল করতে হবে। তিনি যখন বলেছেন, তখন আমরা ৩৫টি আসন পাবই। এই তিন রাজ্যের ফলাফলের পর সেই বিষয়টি আরও পরিষ্কার হয়ে গেল। ’
সৌমিত্রর এই মন্তব্যে প্রশ্ন উঠছে তবে কি মহারাষ্ট্রের কায়দায় পশ্চিমবঙ্গ দখল করতে চলেছে বিজেপি? কারণ রবিবারই শুভেন্দু অধিকারী বলেছেন, ২০২৬ সাল পর্যন্ত এই সরকার টিকবে না। মহারাষ্ট্রে শিব সেনা ভেঙে যে ভাবে সেভাবেই কি পশ্চিমবঙ্গ দখল করতে চলেছে বিজেপি?