বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Soumitra Khan to CPIM: আসুন আমরা তৃণমূলকে আগে হঠাই, চোর সরকারটাকে আগে হঠাই, CPM মনষ্কদের ডাক সৌমিত্রর

Soumitra Khan to CPIM: আসুন আমরা তৃণমূলকে আগে হঠাই, চোর সরকারটাকে আগে হঠাই, CPM মনষ্কদের ডাক সৌমিত্রর

সৌমিত্র খাঁ। নিজস্ব চিত্র

সিপিএমকে তাঁর সতর্কবাণী, ‘রাজনৈতিক ভাবে সিপিএম বিধানসভায় খুবই খারাপ ফল করেছেন। ভোটের হার ৬ শতাংশের নীচে চলে গিয়েছে। তৃণমূলকে সঙ্গে নিলে ওনারা শূন্যের থেকেও নীচে নেমে যাবেন। শূন্য থাকার জন্য ভারতীয় জনতা পার্টিকে দরকার’।

রাজ্যে তৃণমূলকে হারাতে সিপিএম মনষ্ক মানুষদের সমর্থন চায় বিজেপি। রবিবার বাঁকুড়ার ওন্দায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন স্থানীয় সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘আসুন আমরা তৃণমূলকে আগে হাটাই। চোর সরকারটাকে আগে হাটাই।’

এদিন সৌমিত্রকে বলতে শোনা যায়, ‘তৃণমূলের বিরুদ্ধে আমরা সবাই। এটা বুথের মানুষ ঠিক করবে। সিপিএমের যে ২ – ৩ শতাংশ সমর্থক রয়েছেন তাদের বলব, ভারতীয় জনতা পার্টিতে এক হয়ে লড়ুন। আমরা তৃণমূলকে আগে হাটাই। চোর সরকারটাকে আগে হাটাই’।

সিপিএমকে তাঁর সতর্কবাণী, ‘রাজনৈতিক ভাবে সিপিএম বিধানসভায় খুবই খারাপ ফল করেছেন। ভোটের হার ৬ শতাংশের নীচে চলে গিয়েছে। তৃণমূলকে সঙ্গে নিলে ওনারা শূন্যের থেকেও নীচে নেমে যাবেন। শূন্য থাকার জন্য ভারতীয় জনতা পার্টিকে দরকার’।

ছোট পোশাকে বম্বশেল শ্রাবন্তী, থাইল্যান্ড গরম করলেন কালো সুইমস্যুটে

সৌমিত্র খাঁ স্পষ্ট বলেন, ‘তৃণমূলকে হারাতে গেলে সিপিএম মনষ্ক মানুষদের দরকার হবে। এখনো যারা সিপিএম করেন তাদের বলব, এই মায়া ত্যাগ করে আপনারা সরাসরি বিজেপিতে আসুন’।

এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ করেন তিনি বলেন, ‘সংবাদমাধ্যমের মাধ্যমে আমি তৃণমূলনেত্রীর কাছে জানতে চাই। আপনি নিজে সত্যিই সততা? আপনি তো সবাইকে গার্লফ্রেন্ড জুড়ে দিচ্ছেন, আপনি কুমারী মমতা বন্দ্যোপাধ্যায় না শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়? এটুকু শুধু বলে দিন।’

অভিষেককে উদ্দেশ করে তিনি বলেন, ‘তিনি নিজেই তো একটা চোর। তার জন্মটা হয়েছে চোরের ঘরে। কার্তিক, বাবন বন্দ্যোপাধ্যায় সবগুলো এক একটা চোর’।’ এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায় জামতাড়া গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়ে ইভিএম হ্যাক করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

 

বন্ধ করুন