দু'দিন আগেই তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ দাবি করেছিলেন, একুশের জুলাইয়ের মঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে ইচ্ছে প্রকাশ করেছেন বিজেপির দুই সাংসদ। বঙ্গ বিজেপি নেতৃত্ব কুণালের সেই দাবি উড়িয়ে দিলেও জল্পনা শুরু হয়। এই আবহে উঠে আসে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের নাম। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়, সৌমিত্রর দলবদলের সম্ভাবনা রয়েছে। এই আবহে নিজের অবস্থান স্পষ্ট করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন সৌমিত্র খাঁ। স্পষ্ট ভাষায় জানালেন, তিনি কোনও ভাবেই দলবদল করছেন না। (আরও পড়ুন: ২১ জুলাইতে BJP-র পালটা কর্মসূচি কলকাতায়, সেখানেও সুকান্ত-শুভেন্দু 'মতবিরোধ')
আরও পড়ুন: 'SC-র প্রধান বিচারপতি বলেন, দ্রুত বিচার করতে হবে...', ডিএ মামলায় নয়া মোড়
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সৌমিত্র খাঁয়ের গলায় শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্তুতি। এদিকে নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁকে। এদিকে গত গত ১৮ জুন তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন এই সৌমিত্র। এই আবহে অনেকের মনেই জল্পনা তৈরি হয়, মন্ত্রী না হতে পেরে কি তবে ফুল বদলের পথে হাঁটতে চলেছেন সৌমিত্র। তবে এই সব জল্পনা এবং মিডিয়ার রিপোর্টকে উড়িয়ে দিলেন সৌমিত্র খাঁ।
এই নিয়ে বিষ্ণুপুরের সাংসদ ফেসবুকে ভিডিয়ো বার্তায় বলেন, 'সৌমিত্র খাঁ যেখানে আছে, সেখানেই থাকবে। যাঁরা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, তাঁদের উদ্দেশে বলতে চাই... মিডিয়ায় যাঁরা সাংবাদিকতা করছেন, তাঁদের কাছে আমার অনুরোধ, সত্য খবর পরিবেষণ করুন। এটা শুনতে লজ্জা লাগে যে মিডিয়ার কিছু কিছু চ্যানেল, যাঁরা নিজেদের টিআরপি বাড়ানোর জন্যে সৌমিত্র খাঁকে নিয়ে খবর করছেন, এটা খুব খারাপ। আমি ভীষণ ভাবে মিডিয়ার বন্ধুদের সম্মান করি। যাঁদের কথা এই খবর করা হচ্ছে, বা যাঁরা বলছেন যে সৌমিত্র খাঁ তৃণমূল কংগ্রেসে চলে যাবে, তাঁদের বলি - সৌমিত্র খাঁ লড়তে জানে। নরেন্দ্র মোদীর প্রতি বিশ্বাস আমার রয়েছে। অমিত শাহজির পারদর্শিতা, হিমন্ত বিশ্ব শর্মার মতো বড় ভাই, সুনীল বনসলের মতো মানুষকে এখানে পেয়েছি। সেখানে দল দলের কোনও প্রশ্নই নেই। আমার রাজ্যের সমস্ত নেতৃত্বরা একসঙ্গে আছে। আমার সমস্ত সাংবাদিক বন্ধুদের প্রতি তাই অনুরোধ, প্রোপাগান্ডা ছড়াবেন না। আপনারা আমার সঙ্গে দেখা না করে কথা না বলে এই সব খবর ছড়াবেন না।'
উল্লেখ্য, কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে আসা সৌমিত্র এর আগে একাধিকবার দলবদল করেছেন। ২০১১ সালে কংগ্রেসের টিকিটে কোতুলপুর বিধানসভা থেকে জিতে বিধায়ক হয়েছিলেন সৌমিত্র। পরে ২০১৩ সালে তৃণমূলে যোগ দেন তিনি। ২০১৪ সালে বিষ্ণুপুর থেকে ঘাসফুল শিবিরে সাংসদ নির্বাচিত হন তিনি। এরপর ২০১৯ সালের লোকসভা ভোটের আগে সৌমিত্র যোগ দিয়েছিলেন বিজেপিতে। সেবারও জেতেন তিনি। ২০২৪ সালে ফের পদ্ম প্রতীকে নিজের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে হারান সৌমিত্র। এহেন সৌমিত্রকে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল সাম্প্রতিককালে। তবে নিজেই মুখ খুলে সেই সব জল্পনায় জল ঢাললেন তিনবারের সাংসদ।