বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মায়াবতী, জয়ললিতা, লালু জেল খেটেছেন, মুখ্যমন্ত্রীর একদিন খাটবেন: সৌমিত্র খাঁ

মায়াবতী, জয়ললিতা, লালু জেল খেটেছেন, মুখ্যমন্ত্রীর একদিন খাটবেন: সৌমিত্র খাঁ

সৌমিত্র খাঁ। ফাইল ছবি

তাঁর দাবি, ‘মাথা চোর হলে অঙ্গ প্রত্যঙ্গের সবই চোর। মুখ্যমন্ত্রী তো নিজেই চোর। চোরেরা ওনার সঙ্গে থেকে ভোট করে। ২৫,০০০ এর ওপরে ছেলে মেয়েদের থেকে টাকা নেওয়া হয়েছে। এই টাকা নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একদিন না একদিন জেল খাটবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, অযোগ্যদের চাকরি গেলে মানুষ ভাইপো বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির কৈফিয়ত চাইবে। তাই তাদের বাঁচাতে মরিয়া মমতা।

এদিন সৌমিত্রবাবু বলেন, ‘এটা ২৬৮ জনের ব্যাপার নয়। প্রায় ৯,০০০ চাকরি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে হয়েছে। সিবিআই ঠিক করে তদন্ত করলে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এর পিছনের মূল আসামী। তাকে আসামী বলে হাইকোর্টে প্রেরিত করলে ভালো হয়’।

তাঁর দাবি, ‘মাথা চোর হলে অঙ্গ প্রত্যঙ্গের সবই চোর। মুখ্যমন্ত্রী তো নিজেই চোর। চোরেরা ওনার সঙ্গে থেকে ভোট করে। ২৫,০০০ এর ওপরে ছেলে মেয়েদের থেকে টাকা নেওয়া হয়েছে। এই টাকা নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই ভাইপো বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিকে ঢাকতে মমতা বন্দ্যোপাধ্যায় চুরিকে সমর্থন করবেন এতে আশ্চর্যের কিছু নেই’।

তদন্তের গতি স্লথ হলেও সিবিআইয়ের প্রতি আস্থা টলেনি বলে জানিয়ে তিনি বলেন, ‘সিবিআইয়ের ওপরে তো আস্থা রাখতে হবে। রাজ্য সরকারের সিআইডি তো গলায় তৃণমূলের মালা পরে নিয়েছে। সিবিআইয়ের ওপরে আমাদের আস্থা রয়েছে। একদিন না একদিন ধরা পড়বেই। আমরা জয়ললিতা, মায়াবতীকে জেল খাটতে দেখেছি। আমরা লালুপ্রসাদকে জেল খাটতে দেখছি। মুখ্যমন্ত্রী একদিন না একদিন জেল খাটবেন’।

সৌমিত্র খানের যুক্তি, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চোরেদের চাকরি রেখে আন্দোলন করতে। কারণ সেই চাকরি যদি ছাঁটাই হয় তাহলে ভাইপো বন্দ্যোপাধ্যায় যে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন মানুষ তার কৈফিয়ত চাইবেন’।

 

বন্ধ করুন