'একটা রাফাল যুদ্ধবিমানের আওয়াজেই প্যান্টে বাথরুম করে ফেলবে'- চারদিনের মধ্যে কলকাতা দখল করে নেওয়ার হুমকি দেওয়া বাংলাদেশ সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যকে (তিনি নিজের সেই পরিচয়ই দিয়েছেন) এমনই ভাষায় আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। রবিবার কাঁথিতে সনাতনী সমাজের মিছিলের পরে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা দাবি করেছেন, যিনি চারদিনের মধ্যে কলকাতা দখলের হুমকি দিয়েছেন, তিনি অবার্চীনের মতো কথা বলেছেন। বিজ্ঞান নিয়ে ন্যূনতম ধারণা নেই তাঁর। ভারতের সামরিক শক্তি যে কত বেশি, সেটা বাংলাদেশের অনুমান ক্ষমতারও বাইরে। ভারত কতটা শক্তিশালী, সেটা জানে রাশিয়া, আমেরিকা, চিনের মতো দেশ।
‘ওই লোকগুলো কোনও স্কুল-কলেজেও পড়েনি’
শুভেন্দুর কথায়, ‘কতগুলো অর্বাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে, চার ঘণ্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে। ওই লোকগুলো কোনও স্কুল-কলেজে পড়েছে বলে জানা নেই আমার। বিজ্ঞানের ন্যূনতম ধ্যান-ধারণা আছে বলে জানা নেই।’
'হাসিমারার ১টা রাফাল পাঠালেই….'
সেইসঙ্গে চরম কটাক্ষ করে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বলেন, ‘আমাদের হাসিমার বিমানঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার যে রাফাল বিমানগুলি রাখা আছে না, তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয়, শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে, আমি বলে গেলাম। ভারতের সামরিক শক্তি কত, সেটা রাশিয়া জানে, আমেরিকা জানে, চিন জানে। ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাঁদের খাওয়া জোটে না, (তাঁরা এসব জানেন না)।’
আর শুভেন্দু আজ যে মঞ্চ থেকে আক্রমণ শানিয়েছেন, তা সনাতনীদের আয়োজিত কর্মসূচি ছিল। বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদ এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রাথমিকভাবে মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলের শেষে কড়া ভাষায় বাংলাদেশকে আক্রমণ শানান শুভেন্দু।
‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’, কটাক্ষ শুভেন্দুর
শুভেন্দু বলেন, ‘একজন ভারতীয় নাগরিক হিসেবে আমার স্থির বিশ্বাস.....। একাত্তর সালে দেড় বছর ধরে অত্যাচার হয়েছে। হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে। পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য ৩০ লাখ (মানুষ) শহিদ হয়েছিলেন। তাঁদের অধিকাংশই ছিলেন বাঙালি হিন্দু।’
সেইসঙ্গে তিনি বলেন, ‘৩,০০০ ভারতীয় সৈনিক শহিদ হয়েছিলেন। আমাদের হাজার-হাজার বিএসএফ জওয়ান শহিদ হয়েছিলেন। তারপর বাংলাদেশ তৈরি হয়েছে। দেড় বছর ধরে অত্যাচার করেছিল (পাকিস্তান)। আমি বলি, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলাদেশের এই মৌলবীগুলো, উগ্রপন্থীগুলোরও পাকিস্তানের রাজাকারদের যা হাল হয়েছিল, সেই হাল হতে চলেছে। অপেক্ষা করুন। শুধু এপার থেকে ওদেরকে ভালো করে টাইট দিন।’