নিয়ম মেনেই গড়বেতায় সৌরভ গঙ্গোপাধ্যায়দের জমি দেওয়া হয়েছে বলে দাবি করল পশ্চিমবঙ্গ সরকার। শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় দাবি করেন, পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় শিল্পের প্রসারের জন্য যাবতীয় নিয়ম মেনে ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (যে সংস্থার সঙ্গে সৌরভ যুক্ত) এবং বেরি অ্যালয়েজ লিমিটেডকে জমি প্রদান করা হয়েছে। ২৪২.৪ একর জমির জন্য ৩০.৪৬ কোটি টাকা দিয়েছে ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ। আর ৭৫.৬২ একর জমির জন্য বেরি অ্যালয়েজ লিমিটেড ১২.১৮ কোটি টাকা দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, নিয়ম মেনেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। ইনস্পেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন যে দর নির্ধারিত করেছেন, সেটার ভিত্তিতেই জমি হস্তান্তর করা হয়েছে। উচিত মূল্যেই সেটা হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা।
কোথায় জমি দেওয়া হয়েছে সৌরভদের?
এমনিতে গড়বেতা-৩ ব্লকের ডুকিতে সৌরভদের প্রস্তাবিত কারখানা হওয়ার কথা আছে। যেখানে প্রয়াগের ফিল্মসিটি ছিল, সেখানেই সৌরভদের কারখানা গড়ে তোলার জন্য এক টাকায় ৩১৮ একর জমি হস্তান্তর করেছিল রাজ্য সরকার।
তারইমধ্যে শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা জানান যে শিল্পের জন্য গড়বেতায় জমি প্রদান কয়েকটি সংবাদমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে। সেই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে সঠিক তথ্য প্রকাশ করা হল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন।
সৌরভদের জমি নিয়ে হাইকোর্টে মামলা
প্রয়াগ ফিল্মসিটির জমি নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এসকে মাসুদ নামে ওই মামলাকারী সওয়াল করেছেন যে চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল প্রয়াগ সিটির। যে গোষ্ঠী ফিল্মসিটি তৈরির জন্য আমানতকারীদের ২,৭০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল বলে অভিযোগ উঠেছিল। সেই মামলায় অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে কলকাতা হাইকোর্ট একটি কমিটি গঠন করেছিল।
তাঁর দাবি, পরবর্তীতে গড়বেতার ডুকরির ফিল্মসিটি-সহ প্রয়াগের বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। তারপর আমানতকারীদের টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই বিষয়টির ফয়সালা হওয়ার আগেই শিল্পের জন্য সৌরভদের সেই জমি দেওয়া হয়েছে বলে দাবি করেন ওই মামলাকারী। কেন সেই কাজটা করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
চিটফান্ড মামলার বিশেষ বেঞ্চে শুনানি
গত বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে সেই মামলার শুনানি হয়। যে মামলার শুনানি হবে চিটফান্ড মামলার বিশেষ বেঞ্চে।