রাতের অন্ধকারে স্কুলের বই পাচারের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। হাতেনাতে সেই গাড়ি ধরলেন গ্রামবাসীরা। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফ বিএম বিদ্যাপীঠের। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক ও প্রধান শিক্ষক।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাতে স্কুলে একটি মাইক্রো ট্রাক ঢুকতে দেখেন তাঁরা। বেশ কিছুক্ষণ ধরে গাড়িটি বই বোঝাই করার কাজ চলছিল। খবর পেয়ে সেখানে চলে আসেন স্কুলের নিরাপত্তারক্ষী। ট্রাক চালক ও সঙ্গে থাকা যুবকরা জানান ওই বইগুলি বিক্রি করে দিয়েছেন শিক্ষক পলাশ মণ্ডল। এর গ্রামবাসীদের সঙ্গে নিয়ে গাড়িটিকে আটকান তিনি।
খবর পেয়ে সেখানে যান স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান। তিনি বলেন, দেখলাম গাড়ি ভর্তি একাদশ ও দ্বাদশ শ্রেণির বই। শিক্ষকই যদি চুরি করে ছাত্রদের কী শেখাব?
এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুলের নিরাপত্তারক্ষী। তবে অভিযুক্ত পলাশ মণ্ডল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কে বা কারা স্কুল থেকে গাড়িতে বই তুলছিল জানি না। আমি তাদের চিনিও না। আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বলে মনে হচ্ছে।
বইভর্তি গাড়িটিকে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। খবর দেওয়া হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শককেও। স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে বিষয়টি জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।