যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যতই বামেরা শক্তি দেখাক না কেন, গোটা রাজ্যে শূন্যের গেরো কাটছে না। একুশের বিধানসভা নির্বাচন থেকে শুরু করে ২০২৪ সালের লোকসভা নির্বাচন–সহ পঞ্চায়েত, পুরসভা, উপনির্বাচন সবেতেই শূন্য হয়ে রয়েছে বামেরা। এই আবহে দীর্ঘ কয়েক দশকের সমবায়ও হাতছাড়া হল তাদের। এবার আবার সমবায় নির্বাচনে লাল নিশানকে অস্তে পাঠিয়ে সবুজ ঝড় দেখা গেল। আর তার জেরেই ঘাসফুল ফুটল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ভুবনখালির সমবায় নির্বাচনে। টানা ৩০ বছর পর নিরঙ্কুশ জয় পেল তৃণমূল কংগ্রেস।
এদিকে তরুণ প্রজন্মকে নামিয়েও লোকসভা নির্বাচনে জামানত বাঁচাতে পারেনি বামেরা বলে তথ্য রয়েছে। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচন রয়েছে সামনে। তার আগে বেশ কয়েকটি সমবায় নির্বাচন হয়েছে। তাতে বামেদের ভরাডুবিই হয়েছে। এই একটা জায়গা তবু ছিল। এবার সেটাও গেল। রাজ্যে শেষ হয়ে গিয়েছে বাম জমানা। তার মধ্যে বামেরা শূন্য। এমনকী লড়াই করার সেই তেজ দেখা যাচ্ছে না। জায়গা করে নিয়েছে বিজেপি। যার একমাত্র টক্কর দেওয়ার মতো প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস। সর্বত্রই তাদের জয়জয়কার। কুলতলি ভুবনখালির সমবায়ে তিরিশ বছর পর এবার বিরাট জয় পেল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে এবার পাল্টা কর্মসূচি বিজেপির, তৃণমূলের উপর নজরদারি
অন্যদিকে কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের ভুবনখালি সমবায় সমিতিতে মোট আসন ৯টি। এখানের প্রত্যেকটি আসনে মনোনয়ন জমা দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে বিরোধীরা কেউ এখানে মনোনয়নপত্র জমা দেননি। যার জেরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এই বড় জয়ে স্বাভাবিকভাবে খুশি জোয়ারে ভেসেছে তৃণমূল কংগ্রেস। রবিবার সবুজ আবির খেলায় ঢেকে গিয়েছিল এলাকা। আজ সোমবার এখনও সেই রেশ রয়েছে কর্মী–সমর্থকদের মধ্যে। দীর্ঘ ৩০ বছর ধরে এসইউসিআই দলের দখলে থাকার পর রবিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে নিল।
এছাড়া আগামী বিধানসভা নির্বাচনের আগে এই জয় তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে চুপড়িঝাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সালাউদ্দিন ঢালী বলেন, ‘এখানে বিরোধী বলে কিছু নেই। আমাদের টার্গেট ২০২৬। সমবায় নয়। আমরা চেষ্টা করব বিধানসভা নির্বাচনে জিততে। আর এই সমবায় দীর্ঘদিন বামেরা দখল করে রেখেছিল। এতদিন ধরে এত দুর্নীতি করেছে যে ওদের এতটুকু সাহস হয়নি যে নির্বাচনে লড়বে।’ আগে পূর্ব মেদিনীপুরে একের পর এক সমবায় নির্বাচনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। তবে রবিবার নন্দীগ্রামে সমবায় নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি।