আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষার জন্য এবার একাধিক রুটে বিশেষ বাস চালানো হবে। সেইসঙ্গে মেট্রো এবং রেলের তরফেও বাড়তি পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ি থেকে বেরনোর আগে দেখে নিন সেই সংক্রান্ত তথ্য -
মাধ্যমিকের জন্য বিশেষ বাস পরিষেবা
- ব্যারাকপুর থেকে হাওড়া স্টেশন।
- ডানলপ থেকে বালিগঞ্জ স্টেশন।
- দক্ষিণেশ্বর থেকে বালিগঞ্জ স্টেশন।
- চেতলা থেকে পাইকপাড়া।
- কাঁকুড়গাছি থেকে বেহালা।
- যাদবপুর থেকে হাওড়া স্টেশন।
- গড়িয়া থেকে হাওড়া স্টেশন।
- কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর।
- সরশুনা থেকে হাওড়া স্টেশন।
- ঠাকুরপুকুর থেকে শিয়ালদা।
- নিউটাউন থেকে শিয়ালদা।
- এয়ারপোর্ট থেকে এসপ্ল্যানেড।
- বারুইপুর, আমতলা, জোকা, পৈলান থেকে কলকাতার উদ্দেশে বিশেষ বাস চালানো হবে। ফিরতি পথেও বাস চলবে।
- ঘটকপুকুর, বাদুড়িয়া, বারাসত, অশোকনগর, হাবড়া থেকে কলকাতায় আসার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। ফিরতি পথেও বাস মিলবে।
- ডানকুনি থেকেও কলকাতামুখী বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। ফিরতি পথেও বাস পাওয়া যাবে।
মেট্রো পরিষেবা (নর্থ-সাউথ করিডর/কবি সুভাষ-দক্ষিণেশ্বর-কবি সুভাষ)
মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে এবং পরে পাঁচ থেকে ছয় মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সেরকমভাবে মেট্রো চলাচল করবে। সেইসঙ্গে শনিবার (২৫ ফেব্রুয়ারি এবং ৪ মার্চ) আটটি স্পেশাল মেট্রো চালানো হবে।
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৯ টা ৫০ মিনিট।
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ১১ টা ৬ মিনিট।
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: সকাল ১০ টা।
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: সকাল ১০ টা ৫৫ মিনিট।
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: দুপুর ৩ টে ৪ মিনিট।
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: বিকেল ৪ টে ১৫ মিনিট।
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: দুপুর ৩ টে ১০ মিনিট।
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: বিকেল ৪ টে ১২ মিনিট।
আরও পড়ুন: Madhyamik 2023: মাধ্যমিকের কন্ট্রোল রুম খুলল পর্ষদ, হেল্পলাইন নম্বরগুলো জানুন
পূর্ব রেলের বিশেষ ট্রেন পরিষেবা
মাধ্যমিকে পরীক্ষার্থীদের জন্য কয়েকটি ট্রেনের বাড়তি স্টপেজ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে কোন কোন ট্রেন, কখন, কোন স্টেশনে দাঁড়াবে, তা দেখে নিন -
- ৩১৮২১ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি: সকাল ১০ টা ৬ মিনিটে পলতায়, সকাল ১০ টা ১৭ মিনিটে জগদ্দলে এবং ১০ টা ২০ মিনিটে কাঁকিনাড়ায় দাঁড়াবে।
- ০৩১১৫ শিয়ালদা-লালগোলা মেমু প্যাসেঞ্জার: সকাল ১০ টা ৫৯ মিনিটে পলতায়, সকাল ১১ টা ৮ মিনিটে জগদ্দলে এবং ১১ টা ১১ মিনিটে কাঁকিনাড়ায় দাঁড়াবে।
- ৩১৫১৯ শিয়ালদা-শান্তিপুর: সকাল ১১ টা ১৯ মিনিটে জগদ্দলে দাঁড়াবে।
- ৩১৩২০ কল্যাণী সীমান্ত-শিয়ালদা: সকাল ১০ টা ৩৯ মিনিটে কাঁকিনাড়ায়, সকাল ১০ টা ৪২ মিনিটে জগদ্দলে এবং ১০ টা ৫১ মিনিটে পলতায় দাঁড়াবে।
- ৩১৮২২ কৃষ্ণনগর সিটি-শিয়ালদা: সকাল ১১ টা ১০ মিনিটে জগদ্দল স্টেশনে দাঁড়াবে।
- ০৩১৮৪ লালগোলা-শিয়ালদা মেমু প্যাসেঞ্জার: সকাল ১১ টা ৮ মিনিটে পায়রাডাঙা স্টেশনে দাঁড়াবে।
- ৩৩৮৩২ বনগাঁ-শিয়ালদা: সকাল ১১ টা ৩৫ মিনিটে বিভূতিভূষণ হল্টে দাঁড়াবে।
- ৩৩৮৩৩ শিয়ালদা-বনগাঁ: দুপুর ৩ টে ৩৩ মিনিটে বিভূতিভূষণ হল্টে দাঁড়াবে।
- ০৩১৯৩ কলকাতা-লালগোলা মেমু প্যাসেঞ্জার: দুপুর ৩ টে ২৭ মিনিটে পায়রাডাঙা স্টেশনে দাঁড়াবে।
- ৩১৬২৩ শিয়ালদা-রানাঘাট: দুপুর ৩ টে ৪৭ মিনিটে জগদ্দল স্টেশনে দাঁড়াবে।
- ০৩১৯৬ লালগোলা-শিয়ালদা মেমু প্যাসেঞ্জার: দুপুর ৩ টে ৯ মিনিটে কাঁকিনাড়ায়, দুপুর ৩ টে ১২ মিনিটে জগদ্দলে এবং দুপুর ৩ টা ২০ মিনিটে পলতায় দাঁড়াবে।
- ৩১৮২৮ কৃষ্ণনগর সিটি-শিয়ালদা: দুপুর ৩ টে ২৭ মিনিটে কাঁকিনাড়ায়, দুপুর ৩ টে ২৯ মিনিটে জগদ্দলে এবং দুপুর ৩ টা ৩৮ মিনিটে পলতায় দাঁড়াবে।
- ৩১৫২৮ শান্তিপুর-শিয়ালদা: দুপুর ৩ টে ৪২ মিনিটে জগদ্দল স্টেশনে দাঁড়াবে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)