ইতিমধ্যে গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গিয়েছে। চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। আর গঙ্গাসাগর মেলার জন্য আজ থেকেই বিশেষ ট্রেন এবং বাস চালানো হচ্ছে। কলকাতা থেকে যাতে গঙ্গাসাগরে মানুষ সহজেই পৌঁছাতে পারেন, সেজন্য হাওড়া স্টেশন এবং বাবুঘাট থেকে সরকারি বাস চালাচ্ছে রাজ্য সরকার। পরিবহণ নিগম সূত্রের খবর, আজ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রায় ১,৮০০টি ট্রিপ দেওয়া হবে। তাছাড়াও চালানো হবে একগুচ্ছ স্পেশাল লোকাল ট্রেন। নিয়মিত ট্রেন তো আছে। সঙ্গে একাধিক স্পেশাল ট্রেনও দেওয়া হয়েছে শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশনের ১৫ এবং ১৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে নামখানা ও কাকদ্বীপগামী ট্রেনগুলি।
মকর সংক্রান্তির পুণ্যস্নানের সময়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১৪ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৬ টা ৫৮ মিনিট থেকে মকর সংক্রান্তির পুণ্যস্নানের সময় শুরু হবে। চলবে ১৫ জানুয়ারি (বুধবার) সকাল ৬ টা ৫৮ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন: Gangasagar 2025: কীভাবে যাবেন গঙ্গাসাগর? ট্রেন অথবা বাসে! কোথায় নামতে হবে?
শিয়ালদা-কলকাতা-নামখানা শাখায় স্পেশাল ট্রেনের সূচি
১২ জানুয়ারি, ১৩ জানুয়ারি, ১৪ জানুয়ারি, ১৫ জানুয়ারি, ১৬ জানুয়ারি এবং ১৭ জানুয়ারি শিয়ালদা-মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর-নামখানায় স্পেশাল গ্যালোপিং লোকাল ট্রেন চালানো হবে।
১) শিয়ালদা-নামখানা লোকাল: সকাল ৬ টা ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। নামখানায় পৌঁছাবে সকাল ৮ টা ৪৫ মিনিটে।
২) শিয়ালদা-নামখানা লোকাল: শিয়ালদা থেকে ছাড়বে দুপুর ২ টো ৪০ মিনিটে। বিকেল ৫ টা ৩৩ মিনিটে নামখানায় পৌঁছাবে। ৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে।
৩) কলকাতা-নামখানা লোকাল: রাত ৯ টা ৩০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়বে। রাত ১ টা ৫ মিনিটে পৌঁছাবে নামখানায়।
৪) নামখানা-শিয়ালদা লোকাল: সকাল ৯ টা ১০ মিনিটে নামখানা থেকে ছাড়বে। শিয়ালদায় পৌঁছাবে সকাল ১১ টা ৩৫ মিনিটে।
৫) নামখানা-শিয়ালদা লোকাল: নামখানা থেকে ছাড়বে সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে। রাত ৯ টা ২৫ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে। ৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে।
৬) নামখানা-লক্ষ্মীকান্তপুর লোকাল: রাত ২ টো ৫ মিনিটে নামখানা থেকে ছাড়বে। রাত ২ টো ৫৮ মিনিটে লক্ষ্মীকান্তপুরে পৌঁছাবে। ১৩ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ৩৪৭১১ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল ট্রেন রাত ৩ টেয় লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়বে।
আরও পড়ুন: Sadhus at Babughat : সাধুদের সারি সারি আখড়া, কেউ নাগা, কেউ অঘোরী, অন্য জীবন-অন্য কলকাতা
আরও ৯টি স্পেশাল ট্রেন চলবে - রইল সময়সূচি
১) কলকাতা-নামখানা লোকাল: সকাল ৭ টা ৩৫ মিনিটে কলকাতা থেকে ছাড়বে। নামখানায় পৌঁছাবে সকাল ১১ টা ৮ মিনিটে। ১২, ১৩ এবং ১৪ জানুয়ারি ছাড়বে।
২) নামখানা-শিয়ালদা লোকাল: নামখানা থেকে ছাড়বে ১১ টা ১৮ মিনিটে। দুপুর ১ টা ৪৮ মিনিটে পৌঁছাবে শিয়ালদায়। ১২, ১৩ এবং ১৪ জানুয়ারি ছাড়বে।
৩) ডাউন ৩৪৪২৪ শিয়ালদা-সোনারপুর লোকাল কাকদ্বীপ পর্যন্ত চলবে। সকাল ১০ টা ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। দুপুর ১ টা ১৫ মিনিটে পৌঁছাবে কাকদ্বীপে।
৪) শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল: বিকেল ৪ টে ২৪ মিনিটে শিলায়দা থেকে ছাড়বে। আর বিকেল ৫ টা ৫৯ মিনিটে পৌঁছাবে লক্ষ্মীকান্তপুরে।
আরও পড়ুন: ‘এটা তো ইংরেজি, বাংলা কোথায়?’, মুখ্যমন্ত্রীর কড়া প্রশ্নের মুখে পড়লেন জেলাশাসক
৫) কাকদ্বীপ-শিয়ালদা লোকাল: দুপুর ২ টো ৪০ মিনিটে কাকদ্বীপ থেকে ছাড়বে। আর শিয়ালদায় পৌঁছাবে বিকেল ৫ টা ৭ মিনিটে।
৬) ৩৪৭৩৬ ডাউন শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর পর্যন্ত চলবে। দুপুর ৩ টে ৫০ মিনিটে ছাড়বে শিয়ালদা থেকে। সন্ধ্যা ৬ টা ৩৪ মিনিটে পৌঁছাবে নামখানায়।
৭) নামখানা-শিয়ালদা লোকাল: সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে নামখানা থেকে ছাড়বে। শিয়ালদায় পৌঁছাবে রাত ১০ টা ৫ মিনিটে। ১৩, ১৪, ১৫ এবং ১৬ জানুয়ারি চলাচল করবে।