কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুলের গ্রুপ সি করণিক পদ থেকে অপসারিত হয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন। তার পর থেকেই বেজায় বিপাকে পড়েছেন মন্ত্রী। এবার ভাইকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ করে বসলেন শ্রীকান্তবাবু। SSC-কে চ্যালেঞ্জ ছুড়ে তাঁর দাবি ভাই আমার ১২ পেতেই পারে না।
শালবনির বৈতা শ্রী গোপাল হাই স্কুলের করণিক পদে কর্মরত ছিলেন খোকন মাহাতো। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে তাঁর। SSC-র প্রকাশিত নথি বলছে, লিখিত পরীক্ষায় ১২ পেয়েছিলেন খোকনবাবু। যা বেড়ে হয় ৫৫। যদিও খোকনবাবুর দাদা মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর দাবি, ভাই ১২ পেতেই পারে না। ভাই ১২ পেয়ে থাকলে রাজনীতি ছেড়ে দেব।
SSC গ্রুপ সির ৮৪২ জনের চাকরি বাতিল করেছে আদালত। এদের ওএমআর শিটে কারচুপি হয়েছে আদালতে প্রমাণিত হয়েছে। আদালতের নির্দেশে তাদের OMR শিটের কপি ওয়েবসাইটে প্রকাশও করেছে SSC. সেখানে রয়েছে খোকনবাবুর OMR শিটও। আদালতে SSC স্বীকার করেছে ৩১১৬ জনের ওএমআর শিট বিকৃত করা হয়েছে। এদের মধ্যে অনেকের নম্বর কমিয়ে দেওয়া হয়েছে অযোগ্যদের জায়গা দেওয়ার জন্য।