গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে চাকরি গেল আরও এক তৃণমূল বিধায়কের পরিবারের সদস্যের। চাকরি থেকে বরখাস্ত হলেন মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডলের মেয়ে বিনতা মণ্ডল। লিখিত পরীক্ষায় ৬০টির মধ্যে মাত্র ৪টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তিনি।
শুক্রবার কারচুপি করা যে ৮৪২টি OMR শিট প্রকাশ করেছে তার মধ্যে ৫৫০ নম্বরে রয়েছে বিনতা মণ্ডলের নাম। তিনি বেলঘরিয়া আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে করণিক পদে কর্মরত ছিলেন। স্কুলের প্রধান শিক্ষিকা রূপালি দে বলেন, ‘শুক্রবারও ও স্কুলে এসেছিল। কাজে খুব যত্নবান ছিল। কিন্তু তার নিয়োগের পিছনে যে দুর্নীতি রয়েছে তা টের পাইনি।’ তিনি বলেন, ২০১৮ সালের এপ্রিলে চাকরিতে যোগদান করেন বিনতা। যোগদানের দিন মায়ের সঙ্গে এসেছিলেন। মঙ্গল ও বুধবার দোলের ছুটি ছিল। বৃহস্পতিবার অসুস্থতার জন্য ছুটি নেন বিনতা। শুক্রবার সরকারি নির্দেশিকা মেনে স্কুলে এসেছিলেন। শনিবার জানলাম ওকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বিয়ের পর বারুইপুর থেকে যাতায়াত করত বিনতা।
মেয়ের চাকরি যাওয়ার খবরে ঊষারানির মন্তব্য পাওয়া যায়নি। যদিও বিরোধীদের দাবি, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে এভাবে টাকার বিনিময়ে সরকারি চাকরি দলের নেতা কর্মীদের বাড়িতে বিলি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।