বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > SSC Jobs: ইন্টারনেট সমস্যায় কাবু আইনজীবী, পিছিয়ে গেল SSC গ্রুপ ডি নিয়োগ মামলা শুনানি

ইন্টারনেট সমস্যায় পিছিয়ে গেল স্কুলে গ্রুপ ‘ডি’ নিয়োগ মামলার শুনানি। সোমবার কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল। সেখানে ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা ছিল মামলাকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্যের। কিন্তু ইন্টারনেট সংক্রান্ত সমস্যার কারণে শুনানি হয়নি। আগামী সোমবার আবার সেই মামলা শুনানির দিন ধার্য করা হয়েছে।

গ্রুপ ডি নিয়োগ মামলায় প্রাথমিকভাবে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, পর্ষদ এবং কমিশনের হলফনামা থেকেই স্পষ্ট যে নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতা আছে। যেহেতু দুটিই সংস্থা রাজ্যের, তাই প্রাথমিকভাবে অনুসন্ধান করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই। সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। তাতে কিছুটা স্বস্তি পায় কমিশন এবং পর্ষদ। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ তিন সপ্তাহের জন্য সিবিআই অনুসন্ধানের উপর স্থগিতাদেশ দেয়। তবে তথ্যপ্রমাণ যাতে কোনওভাবেই লোপাট না হতে পারে তার জন্য স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

তারইমধ্যে ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। ওই প্রার্থীদের ২০১৯ সালের ৪ মে'র পর নিয়োগ করা হয়েছে কিনা এবং তাঁরা এখন কাজ করছেন কিনা, তা খতিয়ে দেখে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদকে সেই নির্দেশ কার্যকর করতে বলেন বিচারপতি। তার আগে ২৫ জন কর্মীর বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। তাঁদেরও নিয়োগ ভুয়ো বলে অভিযোগ উঠেছিল। সেই বেতন বন্ধের নির্দেশ নিয়েও ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়।

বন্ধ করুন