বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > SSC Recruitment Scam: অবৈধভাবে কতজন নিয়োগ? হাইকোর্টের নির্দেশে বৈঠকে বসছে কমিশন, তারপর কী হবে?

SSC Recruitment Scam: অবৈধভাবে কতজন নিয়োগ? হাইকোর্টের নির্দেশে বৈঠকে বসছে কমিশন, তারপর কী হবে?

আগামী মঙ্গলবার (১৮ অক্টোবর) বৈঠকে বসতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

SSC Recruitment Scam: কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো মঙ্গলবার বিকেল পাঁচটায় এসএসসির দফতরে ত্রিপাক্ষিক বৈঠক হতে চলেছে। বৈঠকে হাজির থাকবেন কমিশন, পর্ষদ এবং মামলাকারীদের আইনজীবীরা।

বেআইনিভাবে কতজন চাকরি পেয়েছেন? সেই সংখ্যা খুঁজে বের করতে আগামী মঙ্গলবার (১৮ অক্টোবর) বৈঠকে বসতে চলেছেন স্কুল সার্ভিস কমিশন (এসএসসি), মধ্যশিক্ষা পর্ষদ এবং মামলাকারীদের প্রতিনিধিরা। আগামী মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো মঙ্গলবার বিকেল পাঁচটায় এসএসসির দফতরে ত্রিপাক্ষিক বৈঠক হতে চলেছে। বৈঠকে হাজির থাকবেন কমিশন, পর্ষদ এবং মামলাকারীদের আইনজীবীরা। এসএসসি গ্রুপ 'সি', গ্রুপ 'ডি' এবং নবম-দশম ও একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কতজনকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে, কতজন বেআইনিভাবে সুপারিশপত্র পেয়েছেন, তা খুঁজে বের করা হবে। তারপর আগামী মাসে হাইকোর্টকে সেই তথ্য জানাতে হবে কমিশনকে।

আরও পড়ুন: SSC sacm: দুর্নীতিতে সায় না দেওয়ায় অনেক আধিকারিককে সরানো হয়েছিল, দাবি সিবিআইয়ের

হাইকোর্ট কী বলেছিল?

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের রিপোর্টের ভিত্তিতে হাইকোর্ট জানিয়েছে, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রচুর সাদা উত্তরপত্র জমা পড়েছিল। কোনও কোনও উত্তরপত্রে মাত্র পাঁচ-ছ'টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল। সেই সংখ্যাটাও নেহাত কম ছিল না। একই ঘটনা ঘটেছিল গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও। 

সেই রিপোর্টের ভিত্তিতে অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যে কমিশন এবং পর্ষদকে বৈঠকের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, কতজনকে বেআইনিভাবে সুপারিশপত্র দেওয়া হয়েছে এবং কতজন অবৈধভাবে চাকরি পেয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) থেকে তথ্য নিয়ে কমিশনকে সেই সংখ্যা খুঁজে বের করতে হবে। যে বৈঠকে থাকবেন মামলাকারীদের আইনজীবীরাও।

আরও পড়ুন: অযোগ্যদের চিহ্নিত করা গেলেই যোগ্যদের নিয়োগের পথ পরিষ্কার হবে: বিকাশরঞ্জন

উল্লেখ্য, বেআইনিভাবে নবম-দশমে কতজন চাকরি পেয়েছেন, তা খুঁজে বের করতে গত মাসের শেষের দিকে ত্রিপাক্ষিক বৈঠকে বসেছিলেন কমিশন, পর্ষদ এবং মামলাকারীদের আইনজীবীরা। যে বৈঠকে হাজির ছিলেন কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং মামলাকারীর আইনজীবীরা। বৈঠকে হাজির ছিলেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বৈঠকে ১৩,০০০ নামের তালিকা দিয়েছিল পর্ষদ। সেই তালিকার ভিত্তিতে রিপোর্ট তৈরি করেছিল কমিশন। যা হাইকোর্টে পেশ করা হয়েছিল।

বন্ধ করুন