শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কলকাতা ও লাগোয়া ৬ জায়গায় শনিবার সকালে হানা দিয়েছে ইডি। একাধিক শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের কর্ণধার তাপস মণ্ডলের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন তাঁরা। বারাসতের দেবীপুরে তাপস মণ্ডলের বাড়িতেও পৌঁছেছে ইডির দল। আর তার পরই মুখ খুলেছেন স্থানীয়রা। জানিয়েছেন, ওই ব্যক্তি যে বেআইনি কারবারে যুক্ত তা আগেই অনুমান করেছিলেন এলাকাবাসী।
স্থানীয় এক বাসিন্দা বলেন, সকালে চা খেয়ে দেখি একের পর এক গাড়ি ঢুকছে। তার পর দেখলাম কয়েকজন ওনাকে ডাকাডাকি করছে। উনি তো পাড়ায় মেলামেশা করতেন না। উনি এলাকায় একা শিক্ষিত। আমাদের সঙ্গে মিশলে স্টেটাস থাকবে না। কিন্তু শুনেছি ওনার অনেক কলেজ আছে। সেখানে টাকা দিলে চাকরি হয়। তবে কোনও দিন কাউকে টাকা দিতে দেখিনি।
আরেক বাসিন্দা বলেন, এলাকায় ফিটফাট হয়ে ঘুরতেন। ওনার ছেলে না কি বিএড কলেজে পড়ায়। অথচ আমরা জানি সে মাধ্যমিক পাশ করেনি। এলাকায় দামি মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়।
সূত্রের খবর, তাপস মণ্ডলের বাড়িতে টাকা গোনার যন্ত্র নিয়ে ঢুকেছেন ইডি আধিকারিকরা। তবে কি এবারও বেরোতে চলেছে যখের ধন। বাড়ির বাইরে সেই খবরের অপেক্ষাতেই জড়ো হয়ে আছেন স্থানীয় বাসিন্দারা।
বারাসতের বাড়ি ছাড়াও মহিষবাথানে তাপসের অফিস ও কলেজ স্ট্রিটে একটি কোচিং সেন্টারে তল্লাশি চালাচ্ছে ইডি। তদন্তকারীদের দাবি, তাপসের প্রতিষ্ঠানে প্রশিক্ষণের নামে চাকরি বিক্রি হত। সেখান থেকেই বলে দেওয়া হত পরীক্ষায় সাদা খাতা জমা দিতে।