তৃণমূলি পঞ্চায়েত উপপ্রধানের প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল মার্ক শিট ও অ্যাডমিট কার্ড। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার মামুদপুরের কুলিয়াগড় এলাকায়। শনিবার বাড়ি থেকে মার্কি শিট ও অ্যাডমিট কার্ড উদ্ধারের পর রুমা মজুমদার নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, মহিলা নিয়োগ দুর্নীতিতে যুক্ত। বিজেপির যদিও সন্দেহ, কিছু ঢাকার চেষ্টা হচ্ছে।
এদিন দুপুরে মামুদপুর ৮ নম্বর অঞ্চলে পঞ্চায়েতের উপপ্রধান হারান ঘোষের প্রতিবেশী রুমাদেবীর বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর অ্যাডমিট কার্ড ও মার্কশিট। এর পরই পুলিশি অভিযান নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি। তাদের প্রশ্ন, নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। হানা দিতে হলে সিবিআই দেবে? পুলিশ হানা দিচ্ছে কেন? আসলে তথ্যপ্রমাণ লোপাট করতে পুলিশি অভিযান বলে দাবি তাদের। এর পিছনে রহস্য থাকতে পারে বলে আশঙ্কা করছে তারা।
এব্যাপারে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূলের তরফেও। তবে স্থানীয়দের আশঙ্কা এই ঘটনার সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির যোগ থাকতে পারে। এর সঙ্গে পঞ্চায়েত উপপ্রধানের যোগ রয়েছে কি না জানতে তাঁকে জেরা করার দাবি তুলেছেন স্থানীয়রা।