একদিকে বাংলার সুরক্ষা অপরদিকে বাংলার যুবক–যুবতীদের হাতে চাকরি। এই দুই কথা ভেবে এবার বড় সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজ, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে একাধিক বড় সিদ্ধান্ত। আগেও বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলার রাজ্য মন্ত্রিসভা। এবার আবার সশস্ত্র সীমা বলকে জমি দিচ্ছে রাজ্য সরকার। আজ সেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। তার সঙ্গে ওএনজিসিকে পেট্রোলিয়াম মাইনিং লিজ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যা একদম মাস্টারস্ট্রোক।
এদিকে এই সশস্ত্র সীমা বলকে জমি দেওয়া হচ্ছে তাদের আউটপোস্ট তৈরি করার জন্য। তাই দুই একর জমি দিল রাজ্য সরকার। জলপাইগুড়ি নাগরাকাটা থানার অন্তর্গত ঘাটিয়া মৌজাতে সশস্ত্র সীমা বলকে এই জমি দিল রাজ্য সরকার। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আউটপোস্ট হলে অনুপ্রবেশ বেশ অনেকটা ঠেকানো যাবে। তার সঙ্গে রাজ্যের সুরক্ষাও অনেকটা বেড়ে যাবে। যেটা এখন অত্যন্ত জরুরি। বাংলাদেশে অস্থির পরিস্থিতির জন্য প্রায়ই কাঁটাতার পেরিয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় মানুষ চলে আসছে। তারা আবার ছদ্মবেশে গা–ঢাকা দিচ্ছে। এদের সঙ্গে ভারতের কিছু দালালের সম্পর্ক রয়েছে। সেই মারফত এখানে আসছে। এই বাংলায় এবং ভারতের অন্যান্য রাজ্য থেকে জঙ্গিও ধরা পড়েছে। যারা বাংলাদেশ থেকে এসেছিল।
আরও পড়ুন: কলকাতা পুরসভাকে বিনোদন কর বাবদ কোনও টাকা দিচ্ছে না সিএবি, এবার গেল কড়া চিঠি
অন্যদিকে এই কারণে সীমান্ত সুরক্ষা তৈরি করা অত্যন্ত জরুরি। বিরোধীরা আগে সুর চড়িয়ে বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সীমান্ত সুরক্ষার জন্য জমি দিচ্ছে না। সেটা বলা এখন বন্ধ হয়েছে। কারণ দু’দফায় বিএসএফকে জমি দিয়েছে রাজ্য সরকার। এবার সশস্ত্র সীমা বলকে জমি দিচ্ছে রাজ্য সরকার। তাহলে রাজ্য অনেকটা সুরক্ষিত হয়ে গেল। আর আসছে কর্মসংস্থানের বিষয়। সেদিকে তাকিয়ে এবার ওএনজিসিকে পেট্রোলিয়াম মাইনিং লিজ দিচ্ছে রাজ্য সরকার। অশোকনগরে ৯৯.০৬ বর্গ কিমি এলাকা জুড়ে পেট্রোলিয়াম মাইনিং লিজের অনুমোদন দিল রাজ্য সরকার। তাতে এই জেলায় কর্মসংস্থান হবে।
তাছাড়া পেট্রোলিয়াম মাইনিং লিজ পাওয়ার ফলে ওএনজিসি অশোকনগরে এবার ভূগর্ভস্থ তেল এবং গ্যাসের বাণিজ্যিকভাবে উৎপাদন করতে পারবে। আর তারপর সেখানে বাংলার ছেলে–মেয়েরা কাজ পাবে। আর ওএনজিসিকে পেট্রোলিয়াম দেওয়ার ফলে ভারতের হাইড্রোকার্বন উৎপাদন মানচিত্রে পশ্চিমবঙ্গ পৃথক স্থান পাবে। কারণ পিএমএল পেয়ে গেলে ওএনজিসি অশোকনগরে মেলা ভূগর্ভস্থ তেল এবং গ্যাসের বাণিজ্যিক উৎপাদন করতে সক্ষম হবে। তাতে এখানে অফিস হবে। যেখানে প্রচুর ছেলে মেয়ে কাজ পাবে।