বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > প্রান্তিক কৃষকদের সুবিধার্থে নতুন ১৪৫টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র রাজ্যে

প্রান্তিক কৃষকদের সুবিধার্থে নতুন ১৪৫টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র রাজ্যে

মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ফাইল ছবি।

কৃষি দফতর সূত্রের খবর, এই কেন্দ্র তৈরির জন্য ৪০শতাংশ অর্থ দিতে হবে রাজ্য সরকারকে। প্রতিটি কেন্দ্র তৈরি করার জন্য আড়াই কোটি টাকা ধার্য করা হয়েছে।

কৃষকদের সহায়তার জন্য বর্তমানে বিভিন্ন ব্লকে ১৮৪৫টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র রয়েছে। এবার আরও বেশি সংখ্যক কৃষকদের কাছে পরিষেবা পৌঁছে দিতে নতুন করে ১৪৫ টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র করতে চলেছে রাজ্য সরকার। আগামী মার্চ মাস থেকে এই কেন্দ্র শুরু হওয়ার কথা রয়েছে। এর ফলে রাজ্যের প্রান্তিক চাষীরা আরও বেশি উপকৃত হবেন বলে মনে করছে কৃষি দফতর। এই সহায়তা কেন্দ্র থেকে কৃষকরা যেমন বিভিন্ন ফসল এবং ফসলের চাষ পদ্ধতি জানতে পারবেন, তেমনিই কৃষি কাজের জন্য অত্যাধুনিক যন্ত্রও পেয়ে যাবেন।

কৃষি দফতর সূত্রের খবর, এখনও পর্যন্ত বেশ কিছু ব্লকে কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্রের প্রয়োজন রয়েছে। সেই কথা মাথায় রেখে নতুন করে নতুন ১৪৫টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র তৈরি করা হচ্ছে। কৃষি দফতর সূত্রের খবর, এই কেন্দ্র তৈরির জন্য ৪০শতাংশ অর্থ দিতে হবে রাজ্য সরকারকে। প্রতিটি কেন্দ্র তৈরি করার জন্য আড়াই কোটি টাকা ধার্য করা হয়েছে। যার মধ্যে ১২০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

সম্প্রতি ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ নেমে আসছে। যারফলে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। সেই কথা মাথায় রেখে কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্রগুলোতে এবার অত্যাধুনিক যন্ত্রপাতি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন। যার মাধ্যমে অনেক দ্রুত প্রচুর জমির ফসল বাঁচানো সম্ভব হবে। এ প্রসঙ্গে কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘আরও বেশি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্রের ফলে আরও বেশিসংখ্যক কৃষক উপকৃত হবেন। সেইসঙ্গে, কৃষকরা যাতে সরকারি সহায়তা পান সে ব্যবস্থাও করা হবে কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্রে। এরফলে রাজ্যের কৃষি ব্যবস্থা আরও উন্নত হবে।’

বন্ধ করুন