বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Panchayat Election: পঞ্চান্ন হাজার টিয়ার গ্যাসের সেল কিনছে পুলিশ, হঠাৎ কেন এমন উদ্যোগ?‌

Panchayat Election: পঞ্চান্ন হাজার টিয়ার গ্যাসের সেল কিনছে পুলিশ, হঠাৎ কেন এমন উদ্যোগ?‌

টিয়ার গ্যাস গান

এই টিয়ার গ্যাসের সেল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। প্রতিটি জেলার পুলিশ বাড়তি টিয়ার গ্যাসের সেল চাইছে। প্রত্যেকে আগাম মজুত করে রাখতে চাইছে টিয়ার গ্যাসের সেল। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক চাপানউতোর যত বাড়বে, পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাসের সেলের চাহিদাও বাড়বে।

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। প্রতিবাদের সুর চড়া করছে শাসক–বিরোধী দু’‌পক্ষই। আন্দোলনের নামে বিরোধীরা রাজ্যে গোলমাল পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ শাসক শিবিরের। এমনকী তাঁদের নেতিবাচক রাজনীতির জন্যই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠছে। পুলিশের উপর চড়াও হওয়ার ঘটনাও দেখা যাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের সেল চার্জ করছে। তাই সম্প্রতি বিভিন্ন জেলায় টিয়ার গ্যাস চালানোর ঘটনা বেড়েছে। এবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন পুলিশকর্তারা। তাই আগেভাগে কেনা হচ্ছে টিয়ার গ্যাসের সেল।

ঠিক কী তথ্য মিলেছে?‌ রাজ্য পুলিশ সূত্রে খবর, এখন পঞ্চান্ন হাজার টিয়ার গ্যাসের সেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জন্য প্রয়োজনীয় আর্থিক বরাদ্দও হয়ে গিয়েছে। এমনকী শীঘ্রই সংশ্লিষ্ট সংস্থাকে এগুলির বরাত দেওয়া হবে। পঞ্চায়েত নির্বাচনে জেলায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে। এই আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোলমাল ঠেকাতে এই টিয়ার গ্যাসের সেলের জুড়ি মেলা ভার। তাই পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে নিজেদের প্রস্তুত রাখতে হচ্ছে।

কেন এমন পথে হাঁটছে পুলিশ? গত ৬ মাসে একাধিক জেলায় এমন পরিস্থিতি নথিভুক্ত করেছেন পুলিশ অফিসাররা। তাতে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অতিরিক্ত বাহিনীর ব্যবস্থাও করতে হচ্ছে। বিক্ষোভগুলির প্রকৃতি বিশ্লেষণ করে পুলিশকর্তারা দেখেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই মারমুখী মেজাজ দেখাচ্ছেন রাজনৈতিক দলের নেতা–কর্মীরা। তাঁরা পুলিশকে বিন্দুমাত্র সমীহ করছে না। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হচ্ছে। তখন বাধ্য হয়ে পুলিশ টিয়ার গ্যাস চালাচ্ছে। তাতে ফল মিলছে।

আর কী জানা যাচ্ছে?‌ এই টিয়ার গ্যাসের সেল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে অধিকাংশ ক্ষেত্রে। তার জন্য স্বাভাবিকভাবেই প্রতিটি জেলার পুলিশ বাড়তি টিয়ার গ্যাসের সেল চাইছে। প্রত্যেকে আগাম মজুত করে রাখতে চাইছে টিয়ার গ্যাসের সেল। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক চাপানউতোর যত বাড়বে, পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাসের সেলের চাহিদাও বাড়বে। তাই বাড়তি সতর্কতা থেকে রাজ্য পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি প্রচারের জন্য বিভিন্ন জেলায় হেলিকপ্টারে চেপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাতায়াতও বাড়বে। তাই ৫০ হাজারের বেশি স্মোক ক্যান্ডেল কেনা হচ্ছে। এটার সাহায্যে হেলিকপ্টার নামা–ওঠার জায়গাটি চিহ্নিত করা হয়।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

‘খারাপ দেখেছি, কিন্তু এত খারাপ পাকিস্তান আগে কখনও দেখেনি’! মাসুদকে তুলোধনা ভনের… DA মামলার ১৪তম শুনানিতে… বড় দাবি রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের সাধারণ সম্পাদকের অনশন মঞ্চে স্নিগ্ধার পা টিপছেন দেবাশিস! ভিডিয়ো ভাইরাল হতেই নেটপাড়া বলছে… প্রেমে মিথ্যা প্রতিশ্রুতি কাদের জীবনে আনবে সর্বনাশ? দেখুন কী বলছে প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল হাসপাতালে ভরতি জুনিয়র ডাক্তার পুলস্ত্য এখন কেমন আছেন? জানালেন NRS-এর চিকিৎসক মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.