বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Nadia Murder: সৎ মায়ের ‘ঘনিষ্ঠ’ মুহূর্ত ফাঁস! রাগে ছেলেকে গলা টিপে খুনের অভিযোগ নদিয়ায়

Nadia Murder: সৎ মায়ের ‘ঘনিষ্ঠ’ মুহূর্ত ফাঁস! রাগে ছেলেকে গলা টিপে খুনের অভিযোগ নদিয়ায়

সৎ মা প্রমাণ লোপাট করতে খুন করে ফেলল ছেলেকে (HT Photo/ Representational image) (HT_PRINT)

খোসমহম্মদের বাবা ভাটু শেখ সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। তিনি কর্মসূত্রে কলকাতায় থাকেন। দ্বিতীয় পক্ষের স্ত্রী পারভিনা বিবি এবং সন্তানরা থাকেন গ্রামের বাড়িতে। এই যুবককে শারীরিক নির্যাতন করা হতো। সেই ছেলে পারভিনার কীর্তি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ায় খুন করা হয়েছে খোসমহম্মদকে।

সৎ মা পরপুরুষে মজেছে। এই কথা কানাঘুষো শুনলেও চোখে কিছু পড়েনি। কিন্তু অবশেষে ছেলের চোখে ধরা পড়ল ঘনিষ্ঠ মুহূর্ত। আর তাই ওই সৎ মা প্রমাণ লোপাট করতে খুন করে ফেলল ছেলেকে বলে অভিযোগ। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পাগলাচণ্ডি এলাকায় এখন এই ঘটনাই চর্চিত হচ্ছে। আর সৎ ছেলেকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পারভিনা বিবি নামে ওই সৎ মাকে। পারভিনার এটা অষ্টম বিয়ে ছিল।

ঠিক কী ঘটেছে নদিয়ায়?‌ স্থানীয় সূত্রে খবর, রবিবার হাঁটুমোড়া অবস্থায় দেহ উদ্ধার করে পুলিশ। আর এই দেহের সঙ্গে সিলিংয়ে বাঁধা দড়ি। মৃত যুবকের নাম খোসমহম্মদ শেখ (‌২০)‌। এই যুবক ছেলেকেই খুন করার অভিযোগ উঠেছে তাঁর সৎ মায়ের বিরুদ্ধে। দু’‌দিন আগে খোসমহম্মদ হঠাৎ বাড়ি ফিরে দেখতে পেয়েছিলেন, সৎ মা অন্য পুরুষের বাহুডোরে আটকে রয়েছে। যদিও সে দেখে কিছু বলেনি। কিন্তু না বলে এভাবে ঘরে ঢুকে পড়াকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল। তখন সে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।

কী তথ্য পেয়েছে পুলিশ?‌ পুলিশ সূত্রে খবর, গত বুধবার সৎ মায়ের সঙ্গে অন্য পুরুষকে আপত্তিকর অবস্থায় বাড়িতে দেখে ফেলেন যুবক। সেটা ক্যামেরাবন্দিও করেন খোসমহম্মদ। সৎ মাকে জানান, তাঁর ওই সম্পর্কের কথা বাড়ির সবাইকে বলে দেবেন তিনি। তখনই এই খুনের পরিকল্পনা করা হয়। আর স্বামীর প্রথমপক্ষের সন্তানকে খুন করেন পারভিনা। তবে এই খুনের সঙ্গে ওই পরপুরুষ জড়িত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতার করা হয়েছে পারভিনা বিবিকে।

আর কী জানা যাচ্ছে?‌ মৃতের পরিবার সূত্রে খবর, খোসমহম্মদের বাবা ভাটু শেখ সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। তিনি কর্মসূত্রে কলকাতায় থাকেন। দ্বিতীয় পক্ষের স্ত্রী পারভিনা বিবি এবং সন্তানরা থাকেন গ্রামের বাড়িতে। এই যুবককে শারীরিক নির্যাতন করা হতো। সেই ছেলে পারভিনার কীর্তি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ায় খুন করা হয়েছে খোসমহম্মদকে। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে সূত্রের থবর।

বন্ধ করুন