বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > শিলিগুড়ি থেকে গ্রেফতার কেএলও জঙ্গি, পরিকল্পনা জানতে চলছে দফায় দফায় জেরা

শিলিগুড়ি থেকে গ্রেফতার কেএলও জঙ্গি, পরিকল্পনা জানতে চলছে দফায় দফায় জেরা

কেএলও জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ। ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস।

শিলিগুড়ির খালপাড়া এলাকায় অভিযান চালাতে শুরু করে এসটিএফ।

শুক্রবার সকালে সাফল্যের কথা জানাল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। শিলিগুড়ি থেকে কেএলও জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ। বড় নাশকতার পরিকল্পনা ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই জঙ্গিকে বৃহস্পতিবার মাঝরাতে গ্রেফতার করা হয়েছে। এই কেএলও জঙ্গির নাম অবিনাশ রায়। আজ, শুক্রবার তাকে তোলা হবে শিলিগুড়ি আদালতে।

পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া জঙ্গি অবিনাশ রায় আসলে অসমের বাসিন্দা। জঙ্গি সংগঠনের নির্দেশে কার্যকলাপ করে বেড়াত সে। শিলিগুড়িতে এসে বড় নাশকতার ছক কষেছিল অবিনাশ। গোপন সূত্রে সেই খবর পেয়ে যায় এসটিএফ। তখনই পরিকল্পনা করে বৃহস্পতিবার মাঝরাতে শিলিগুড়ির খালপাড়া এলাকায় অভিযান চালাতে শুরু করে এসটিএফ। তখনই গ্রেফতার হয় অবিনাশ রায়।

সূত্রের খবর, জঙ্গি সংগঠনের হয়ে টাকা তুলত অবিনাশ। সেই টাকা দিয়েই কেনা হতো আগ্নেয়াস্ত্র। শিলিগুড়িতে বড় দাঁও মারতে এসেছিল। যা জেনে যায় এসটিএফ। ওই যুবক জঙ্গির সঙ্গে আরও কয়েকজন সঙ্গীও ওই এলাকায় আছে বলে মনে করছেমন এসটিএফ আধিকারিকরা। তাই শুক্রবার সকাল থেকে সেখানে চিরুণী তল্লাশি শুরু হয়েছে।

এসটিএফ সূত্রে খবর, গ্রেফতার হওয়া অবিনাশকে দফায় দফায় জেরা করা হচ্ছে। অবিনাশের পিছনে মাথাকে ধরতে চাইছে তারা। অবিনাশ জঙ্গি সংগঠনের কাজে যুক্ত ছিল বলে স্বীকার করে নিয়েছে। তবে কার কাছ থেকে টাকা তুলতে শিলিগুড়ি এসেছিল অবিনাশ তা খতিয়ে দেখা হচ্ছে। কেএলও জঙ্গি সংগঠনের পরবর্তী পরিকল্পনা কি তাও জানার চেষ্টা করা হচ্ছে।

বন্ধ করুন