বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > জমা জল নামেনি এখনও, ফের শুরু বৃষ্টি, উদ্বেগ বাড়ছে ক্রমশ

জমা জল নামেনি এখনও, ফের শুরু বৃষ্টি, উদ্বেগ বাড়ছে ক্রমশ

এভাবেই জমা জল ঠেলে অ্যাম্বুল্যান্সকে চালু করার চেষ্টা করেছিলেন চালক।  (নিজস্ব চিত্র )

কলকাতায় জলযন্ত্রণা নিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনিয়ে অস্বস্তি আরও বেড়েছে সরকারের।

শনিবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আকাশের মুখ ভার। সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি। এদিকে এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে জল পুরোপুরি নামেনি। কলকাতার বিভিন্ন নীচু এলাকাতেও জল জমে রয়েছে। একদিকে বৃষ্টি, অন্যদিকে জমে থাকা নোংরা জল। একেবারে চরম দুর্ভোগের আশঙ্কা করছেন রাজ্যবাসী। 

বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। শুক্রবারও সেই বৃষ্টির রেশ থেকে যায়। এদিকে এর জেরে চরম দুর্ভোগের মধ্যে পড়েন সাধারণ মানুষ। কলকাতার বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়। রোগীকে নিয়ে অ্যাম্বুল্যান্সও জমা জলে বিকল হয়ে যায়। চালক কোনওরকমে সেই অ্য়াম্বুল্যান্স ঠেলে সচল করার চেষ্টা করেন। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনার বিভিন্ন এলাকাতেও জল ঢুকে যায়। বিঘার পর বিঘা চাষের জমি জলমগ্ন হয়ে যায়। রেল যোগাযোগ ব্যবস্থাও কার্যত ভেঙে পড়ে। হাওড়া স্টেশন সংলগ্ন রেললাইনের উপর জল দাঁড়িয়ে যায়। 

এদিকে কলকাতায় জলযন্ত্রণা নিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনিয়ে অস্বস্তি আরও বেড়েছে সরকারের। তবে এসবের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে শনিবার সকাল থেকে ফের রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হয়েছে। তবে জমা জল দ্রুত বের করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। উত্তর কলকাতার নীচু এলাকা সহ শহরের বিভিন্ন এলাকা থেকে পাম্পের সহায়তায় জল বের করার চেষ্টা হচ্ছে। কিন্তু শহরবাসীর একাংশের দাবি, এরপর ফের বৃষ্টি হলে ভোগান্তি আরও বাড়বে।  

 

বাংলার মুখ খবর

Latest News

মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.